মায়ের সামনে থেকেই নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ! নৃশংস ঘটনার সাক্ষী থাকলো বাসুদেবপুর

বাংলা হান্ট ডেস্কঃ কেন্দ্র-রাজ্য সরকার এবং দেশের সর্বোচ্চ আদালত দ্বারা একাধিক কঠোর আইন ব্যবস্থা কার্যকর করা হলেও দেশের বুকে ক্রমশ বেড়ে চলেছে একের পর এক ধর্ষণ মামলা। বিশেষত নাবালিকাদের ওপর যৌন নির্যাতনের ঘটনা কমার কোন লক্ষণই নেই। সম্প্রতি এক মহিলার সামনে থেকে তার নিজের মেয়েকে তুলে নিয়ে গিয়ে যৌন নির্যাতন চালালো দুই যুবক। ঘটনাটি সামনে উঠে আসতেই গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

ঘটনার কেন্দ্রস্থল বাসুদেবপুর থানার মুকুন্দপুর এলাকা। সূত্রের খবর, গতকাল এক নাবালিকা তার মায়ের সঙ্গে পাড়ার একটি সোনার দোকানে গিয়েছিল। পরবর্তীতে দোকান থেকে বাড়ি ফেরার সময় আচমকা তাদের পথ আটকে ধরে দুই যুবক এবং এরপরেই মায়ের সামনে থেকে তার মেয়েকে তুলে নিয়ে জঙ্গলে ঢুকে যায় তারা। সেখানে মেয়েটিকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। সম্পূর্ণ ঘটনাটি এত দ্রুত ঘটে যায় যে, মেয়েকে বাঁচানোর কোনো সুযোগই পায় না মহিলাটি। অবশ্য এরপর সাহায্যের জন্য চিৎকার শুরু করেন তিনি এবং পরবর্তীতে বাড়িতে পৌঁছে পরিবারের লোকেদের সেই খবর জানান।

সম্পূর্ণ ঘটনা জানার পর মেয়ের উদ্দেশ্যে খোঁজাখুঁজি শুরু করে গোটা পরিবার। পরবর্তীতে জঙ্গলের মধ্যে তাকে উদ্ধার করার পরেই আবার বাধে বিপত্তি!  ঘটনাস্থলে নির্যাতিতার কাকা বাপন মণ্ডলকে ছুরি দিয়ে গুরুতর জখম করে পালায় অভিযুক্তরা।

rape 9 1

সূত্রের খবর, এরপর স্থানীয় থানায় পৌঁছে অভিযুক্ত যুবকদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে নির্যাতিতার পরিবার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত যুবকদের নাম আলম মণ্ডল এবং খুরশিদ মণ্ডল। বর্তমানে ওই অভিযুক্তদের গ্রেফতার করেছে পুলিশ। তবে নাবালিকার পরিবারের অভিযোগ, ঘটনাস্থলে উপস্থিত ছিল আরও এক ব্যক্তি; যদিও তাকে চিহ্নিতকরণ করা বর্তমানে সম্ভব হয়নি। তবে পুলিশ জানিয়েছে, “আমরা দুই অভিযুক্তকে বর্তমানে গ্রেফতার করেছি এবং তাদের এক সঙ্গীর বিষয়ে জানার চেষ্টা চলছে। খুব দ্রুত আমরা তাকেও গ্রেফতার করব।”

Sayan Das

সম্পর্কিত খবর