দুর্গাপুরের ছায়া খাস কলকাতায়! গার্ডেনরিচে পৃথক ঘটনায় ২ নাবালিকাকে ধর্ষণের অভিযোগে তোলপাড়

Published on:

Published on:

Minor Rape in Garden Reach

বাংলা হান্ট ডেস্কঃ দুর্গাপুরের মেডিক্যাল পড়ুয়া গণধর্ষণ কাণ্ডে যখন গোটা রাজ্য তোলপাড়, ঠিক তখনই কলকাতায় ঘটে যাওয়া আরও এক ধর্ষণের ঘটনা সামনে এল। অভিযোগ, গার্ডেনরিচে এক নাবালিকাকে একাধিকবার ধর্ষণ করেছে (Minor Rape) স্থানীয় যুবক কুতুবউদ্দিন শাহ। নির্যাতিতা বর্তমানে অন্তঃসত্ত্বা বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। অভিযোগের ভিত্তিতে দক্ষিণ বন্দর থানার পুলিশ ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। কুতুবউদ্দিনের বিরুদ্ধে পকসো-সহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে।

একাধিকবার ধর্ষণের অভিযোগ (Minor Rape)

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি (Minor Rape) ঘটে বেশ কয়েকদিন আগে। গত ২৮ সেপ্টেম্বর নাবালিকার পরিবার দক্ষিণ বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগে বলা হয়, কুতুবউদ্দিন ওই নাবালিকাকে একাধিক জায়গায় নিয়ে গিয়ে একাধিকবার ধর্ষণ (Minor Rape) করে। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, অভিযুক্তের সঙ্গে নাবালিকার পূর্বপরিচয় ছিল। সে নিয়মিত নাবালিকাকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করত।

অভিযোগ পাওয়ার পর থেকেই কুতুবউদ্দিনের খোঁজ শুরু করে পুলিশ। অবশেষে ১২ অক্টোবর গভীর রাতে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে পুলিশ কুতুবউদ্দিনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে। কীভাবে এবং কোথায় ওই নির্যাতনের ঘটনা (Minor Rape) ঘটেছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি নির্যাতিতার মেডিক্যাল পরীক্ষা করানো হয়েছে বলে খবর পুলিশ সূত্রে।

বন্দর এলাকায় আরও এক নাবালিকার উপর হেনস্থার (Minor Rape) অভিযোগ

এদিকে, গার্ডেনরিচ কাণ্ডের রেশ কাটতে না কাটতেই ফের যৌন হেনস্থার (Minor Rape) অভিযোগ উঠেছে একই এলাকায়। দক্ষিণ বন্দর অঞ্চলের এক সোনার দোকানের ম্যানেজার ইমতিয়াজ আলমের বিরুদ্ধে ৯ বছর বয়সি এক নাবালিকাকে যৌন হেনস্থার (Minor Rape) অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটে ১১ অক্টোবর। অভিযোগ, হেনস্থার পর ইমতিয়াজ শিশুটিকে ভয় দেখিয়ে চুপ থাকতে বলে। কিন্তু রাতে অসুস্থ হয়ে পড়ে নাবালিকাটি। পরিবারের জিজ্ঞাসাবাদের মুখে সে ঘটনার কথা জানায়।

ঘটনার পর ইমতিয়াজ এলাকা ছেড়ে পালিয়ে যায়। পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হলে তদন্ত শুরু করে পুলিশ। তল্লাশি চালিয়ে ১৩ অক্টোবর সকালে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। আপাতত ইমতিয়াজকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। পাশাপাশি ওই নাবালিকার শারীরিক পরীক্ষাও করানো হয়েছে বলে খবর।

Minor Rape in Garden Reach

আরও পড়ুনঃ কেন্দ্রের অনুদান লোপাট? রাজ্য সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন সুকান্ত মজুমদার

দুই ঘটনায় একের পর এক নাবালিকার উপর যৌন নির্যাতনের (Minor Rape) অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে কলকাতা শহরে। পরপর এই দুটি ঘটনায় ফের প্রশাসনের ভূমিকা ও শহরে নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।