ছাত্রের প্রেমে মত্ত শিক্ষিকা! বছর ষোলোর নাবালকের হাত ধরে পালালেনও, তারপরই ঘটল…

Published On:

বাংলাহান্ট ডেস্ক : কথায় বলে প্রেমের কোনো সঠিক বয়স নেই। তাই বলে এমন প্রেম, তা বোধ হয় এর আগে কেউ কোনো দিন শোনেননি। উত্তরপ্রদেশের (Uttarpradesh) নয়ডায় ঘটেছে এই চমকপ্রদ প্রেমের (Love Story) ঘটনা। এখন স্বাভাবিকভাবেই আপনার মনে প্রশ্ন আসতে পারে সেই প্রেমের গল্পের নায়ক নায়িকা কারা ? জানা গিয়েছে, ২২ বছর বয়সী এক শিক্ষিকা (Teacher) একজন নাবালক (Minor) ছাত্রের (যার বয়স ১৬ বছর) সাথে পালিয়ে গেছে। এবং যথারীতি এই ব্যাপারটি সামনে আসায় সেই নাবালক ছাত্রের বাবা ১১৩ নম্বর সেক্টর থানায় অভিযোগ করেছেন।

সূত্রের খবর অনুযায়ী, নয়ডার ১২৩ নম্বর সেক্টরে এই ২২ বছর বয়সী শিক্ষিকা তাঁর বাড়িতে শিশুদের টিউশন পড়ান এবং ঘটনাক্রমে তাঁর বাড়ির সামনেই এই ১৬ বছরের এই ছাত্রটি (Student) তার পরিবারের লোকের সাথে থাকতো। শুধু তাই নয়, ওই নাবালক ওই শিক্ষিকার কাছেই পড়তে যেতেন। নাবালক ছাত্রের বাবা পুলিশকে জানিয়েছেন যে, তাঁদের বাড়ির সামনে থাকা ২২ বছর বয়সী মেয়েটি তার ছেলেকে ফাঁসিয়ে নিয়ে পালিয়ে গেছে।

এরপর ওই নাবালক ছাত্রকে পড়ানোর সময় থেকেই দুজনের মধ্যে ঘনিষ্ঠতা বাড়তে থাকে এবং দুজনেই একে অপরকে পছন্দ করতে শুরু করে। কিন্তু হঠাৎ করে এই রবিবার দুজনেই বাড়ি থেকে পালিয়ে যায় বলে অভিযোগ। ছাত্রের বাবা মূলত দেওরিয়ার বাসিন্দা। তিনি তাঁর অভিযোগে জানান যে, রবিবার বেলা দেড়টার দিকে তাঁর ১৬ বছরের ছেলে তার আন্টির বাড়ি যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হলেও সন্ধ্যা পর্যন্ত ফিরে আসেনি।

 female teacher male student

ছাত্রটির বাবা অভিযোগের পর পুলিশকে ওই শিক্ষিকার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। এদিকে, বছর ষোলোর পড়ুয়ার নিখোঁজ হওয়ার খবর চাউর হতেই এলাকায় তোলপাড় শুরু হয়েছে। পুলিশের তরফে জানানো হয় যে, তাঁরা বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখছেন। নজরদারির মাধ্যমে দুজনকেই খুঁজে বের করার চেষ্টা চালানো হচ্ছে এবং অতি শীঘ্রই দুজনের সন্ধান পাওয়া যাবে বলেও আশাবাদী পুলিশের কর্মকর্তারা।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

X