ভগবান রামের দুই সংখ্যালঘু ভক্তকে প্রাণে মারার হুমকি!

বাংলা হান্ট ডেস্কঃ একদিকে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির উদাহরণ দেওয়া হয়, আরেকদিকে এই সাম্প্রদায়িক সম্প্রীতির বজায় রাখা মানুষরা ভয়ে ভয়ে জীবন যাপন করেন। এরকমই এক মামলা আলীগড় থেকে সামনে আসছে। যেখানে ২ জন মুসলিম মহিলাকে প্রাণে মারার হুমকি দেওয়া হয়েছে। উল্লেখ্য, আলীগড়ের দেহলী গেট এলাকার বাসিন্দা রবি আসিফ খান আর নারগিস ৫ ই আগস্ট অযোধ্যায় শ্রী রাম মন্দির নির্মাণের ভূমি পুজোর সময় নিজেদের বাড়িতে আরতি করেছিলেন। আরতির সময় ওনাদের বাড়িতে অন্য মহিলারাও উপস্থিত ছিলেন।

এর ৩০ জুলাই রাম লালা কে রাখি আর ৫ হাজার ১০০ টাকার চেক মন্দির নির্মাণের জন্য ট্রাস্টকে পাঠিয়েছিলেন। এখন এই মহিলারা জানাচ্ছেন যে, এদের প্রাণে মারার হুমকি দেওয়া হচ্ছে আর ধর্ম থেকেও বের করে দেওয়ার হুমকি দেওয়া লিফলেট গোটা এলাকায় বিলি করা হয়েছে।

সিও সিটি সুদেশ গুপ্তা বলেন, অভিযোগকারীদের ভয় পাওয়ার কোন দরকার নেই। প্রাণে মারার হুমকি আর অন্যান্য অভিযোগের উপর দাখিল করা নালিশ নিয়ে মামলা দায়ের করার সাথে সাথে জরুরী পদক্ষেপ নেওয়া হবে।

পুলিশ জানায়, ১৭ ই আগস্ট রাতে শাহ জামাল এডিএ কলোনির বাসিন্দা রুবি আসিফ খান কে বয়কট করা আর হুমকি দেওয়ার সাথে যুক্ত বিতর্কিত লিফলেট বিলি করার খবর তাঁদের কানে এসেছে। পুলিশের স্পেশ্যাল টিম এই মামলার উপর কড়া নজর গাড়িয়ে বসে আছে।

 


Koushik Dutta

সম্পর্কিত খবর