বাংলাহান্ট ডেস্ক: শেক্সপিয়র বলেছিলেন, নামে কী বা এসে যায়। সেই কথাটাই যেন বেদবাক্য বলে মেনে নিল এক নামী গাড়ি প্রস্তুতকারক সংস্থা। নামই বদলে দিল জনপ্রিয় কৌতুক অভিনেতা মীর আফসার আলির (Mir Afsar Ali)। তাঁর নতুন নাম এখন থেকে সরমা দাশগুপ্ত। কাণ্ড দেখে চক্ষু ছানাবড়া নেটিজেনদের!
ব্যাপারটা কী? আচমকা নাম বদলাতে গেলেন কেন মীর? তাও আবার একজন মহিলার নামে! আসলে এদিন একটি মেসেজ আসে মীরের মোবাইল ফোনে। নামী গাড়ি প্রস্তুতকারক সংস্থার তরফে পাঠানো ওই বার্তাটি আসলে সরম দাশগুপ্ত নামে জনৈক মহিলাকে উদ্দেশ্য করে পাঠানো। ঘটনাচক্রে এদিন তাঁর জন্মদিন। তাই শুভেচ্ছা বার্তা পাঠিয়ে তাঁকে নতুন গাড়ি দেখার জন্য লিঙ্কও পাঠানো হয়েছে।
স্পষ্টই বোঝা যাচ্ছে, নামের গণ্ডগোল করে ফেলেছে ওই গাড়ি প্রস্তুতকারক সংস্থা। মজা করার সুযোগ হাতছাড়া করতে চাননি মীর। মেসেজটির স্ক্রিনশট পাঠিয়ে তিনি লেখেন, ‘আমার বরাবরই নিজের নামটা পছন্দ ছিল। তবে এই গাড়ি সংস্থা যখন এই নামটার পরামর্শ দিচ্ছে, আমার আপত্তি নেই। শুধু একটা হলফনামা চাই। কিন্তু এক মিনিট! আমার তো এই গাড়িই নেই! যাই হোক, অনেক ধন্যবাদ আর ভালবাসা। শুধু একটাই আফশোস, আসল সরমা দাশগুপ্ত জন্মদিনের শুভেচ্ছাটা মিস করে গেলেন।’
তবে পুরো বিষয়টাই যে মজা করে বলেছেন সেটাও শেষে জানিয়ে দিয়েছেন মীর। রবিবাসরীয় সকালে এমন একটা মজার সারপ্রাইজ পেয়ে মন ফুরফুরে মীরের। তাই হাসি, মজাটা অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিতেও ভোলেননি তিনি।
https://www.instagram.com/p/CawAy9cPLOL/?utm_medium=copy_link
সম্প্রতি শিবরাত্রিতে মহাদেব সেজে সমালোচনার মুখে পড়েছিলেন মীর। নীলকণ্ঠ সেজে ছবি পোস্ট করে হিন্দিতে মীর যা লিখেছেন তার অর্থ হল, টাকার জন্য মাঝে মাঝে বহুরূপী সাজতে হয়। সঙ্গে ভোলেবাবা, হর হর মহাদেব, শিবরাত্রির মতো হ্যাশট্যাগ ব্যবহার করেছেন তিনি।
মীরের শুভেচ্ছা পোস্টে বেশি প্রশংসা সূচক মন্তব্য পড়লেও বরাবরের মতোই কিছু মানুষ অসন্তোষ প্রকাশ করেছেন। একজনের প্রশ্ন, সব বিষয় নিয়ে মীরকে মত প্রকাশ করতে হবে এমন মাথার দিব্যি তো কেউ দেয়নি। আরেকজন অনুরোধ করেছেন, ধর্ম নিয়ে ঠাট্টা না করতে। শিবরাত্রি নিয়ে যদি কিছু পোস্ট করতেই হয় তবে ভাল কিছু করার দাবি জানিয়েছেন তিনি।