ইউনিফর্ম পরে, গলায় বোতল ঝুলিয়ে স্কুল যাবেন মীর! খেতে হল কানমলা

বাংলাহান্ট ডেস্ক: করোনা পরিস্থিতিতে দীর্ঘ ২০ মাস পর বাজল স্কুলের ঘন্টা। নিউ নর্মাল বিধি মেনেই শুরু হল স্কুলে পঠন পাঠন। এতদিনে বাড়িতে বসে অনলাইনে ক্লাস করে করে হাঁপিয়ে উঠেছিল শৈশব। ফের স্কুলের গণ্ডিতে ফেরার জন‍্য আঁকুপাঁকু করছিল সকলের মন। অবশেষে স্কুল খোলার অনুমতি মেলায় খুশি পড়ুয়ারা। তাদের সঙ্গে ইউনিফর্ম পরে স্কুল যাওয়ার তোড়জোড় করতে দেখা গেল মীর আফসার আলিকেও (mir afsar ali)!

নীল স্কুলের ইউনিফর্ম পরে, পিঠে ব‍্যাগ, গলায় জলের বোতল ঝুলিয়ে, মাথায় টুপি পরে স্কুল যাওয়ার জন‍্য তৈরি মীর। কিন্তু তখনি খেতে হল কানমলা। ছবির সঙ্গে সম্পর্কিত মা ছেলের এক মজার কথোপকথন জুড়ে দিয়েছেন মীর। মা ছেলের কান ধরে চড় দেখিয়ে জিজ্ঞাসা করছেন, ‘মাস্ক কোথায়?’ ছেলেও কম যায় না। তার পালটা অভিযোগ, ‘তুমিও তো পরোনি’।

hqdefault 1 4
তবে মজা করার পাশাপাশি মীর সচেতনতা ছড়াতেও ভোলেননি। মাস্ক পরার, স‍্যানিটাইজার ব‍্যবহার করার পরামর্শ দিয়েছেন তিনি। নেটিজেনরাও মজা করতে ছাড়েননি পোস্টের কমেন্ট বক্সে। একজন লিখেছেন, ‘স্কুল যখন বন্ধ হয়েছিল তখন এই বাচ্চাটা কত ছোট্ট ছিল। আর যখন স্কুল খুললো তখন বাচ্চাটা কত বড় হয়ে গেল।’ আরেকজন মীরকে বলেছেন, প্রথম দিন স্কুলে গিয়ে দুষ্টুমি না করতে।

https://www.instagram.com/p/CWUcZzloxbF/?utm_medium=copy_link

যেকোনো উৎসব হোক বা কোনো ট্রেন্ডিং বিষয়, সোশ‍্যাল মিডিয়ায় মজা করে পোস্ট করতে দেখা যায় মীরকে। যদিও ধর্মীয় উৎসব নিয়ে মজা করে হোক বা সাধারন ভাবে শুভেচ্ছা জানিয়েই হোক, ট্রোল মীরের বাঁধাধরা। এই যেমন দূর্গাপুজোর সময় অভিযোগ ওঠে, শিব দূর্গাকে অপমান করেছেন মীর!

অনেকেই চ‍্যালেঞ্জ ছুঁড়েছিলেন মীরকে, সেক‍্যুলার দেশের দোহাই দিয়ে হিন্দু ধর্ম নিয়ে তো অনেক ব‍্যঙ্গ হল, এবার সাহস থাকলে ইদের আগে ভিডিও বানিয়ে দেখান মীর। ধক থাকলে নবি বা যিশুকে নিয়ে ব‍্যঙ্গ করুন! তবে এবারে স্কুল নিয়ে পোস্টে এখনো পর্যন্ত কোনো ট্রোলের মুখে পড়তে হয়নি মীরকে।

Niranjana Nag

সম্পর্কিত খবর