বাংলাহান্ট ডেস্ক: ফের একবার মৌলবাদীদের রোষের মুখে পড়লেন জনপ্রিয় কৌতুকাভিনেতা মীর আফসার আলি (mir afsar ali)। বড়দিনে স্যান্টাক্লজ সেজে ছবি শেয়ার করায় তুমুল নিন্দার মুখে পড়েছেন মীর। ভিন্ন ধর্মী হয়ে এমন কাজ কি করে করলেন তিনি, এমন প্রশ্নই উঠছে নেটমহলের একাংশে।
২৪ ডিসেম্বর, খ্রিস্টমাস ইভে স্যান্টাক্লজ সেজে ‘মীরাক্কল’ এর সেটে হাজির হন মীর। কাঁধে ঝোলা নিয়ে ক্যামেরার জন্য পোজ দেন তিনি। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে মীর লেখেন, ‘করোনাকে বুড়ো আঙুল দেখিয়ে বুড়ো আজ রাতে ঢুকছে… মোজাটা টাঙিয়ে রাখতে ভুলবেন না।’
ছবিটি শেয়ার করতেই মৌলবাদীদের কটাক্ষের সম্মুখীন হন মীর। একজন লেখেন, ‘আপনি বড়দিন আর দূর্গাপুজোয় এমন কমেডি করে ছবি পোস্ট করেন। অথচ ইদে কেন করেন না?’ আবার আরেকজন লিখেছেন, অপর ধর্মের রীতিনীতি অনুসরণ করা ইসলাম ধর্মে নিষেধ। মীর শুধু নামেই মুসলমান। এমন কটাক্ষও উড়ে এসেছে সোশ্যাল মিডিয়ায়।
এর আগে দূর্গাপুজোর সময় নেটজনতাকে শুভেচ্ছা জানিয়েও তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন মীর। ধর্মীয়, সাম্প্রদায়িক বিষয় নিয়ে অযথা তামাশা ও দ্বৈত মনোভাব পোষন করার অভিযোগ এনে মীরকে কাঠগড়ায় দাঁড় করায় নেটিজেনদের একাংশ।
দূর্গাপুজোর পাঁচ দিনই সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেন মীর। কিন্তু গন্ডগোলটা হয় তাঁর শুভেচ্ছা জানানোর ভঙ্গিতে। এক একদিন এক এক রকম কৌতুকপূর্ণ ছবি দিয়ে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী ও নবমীর শুভেচ্ছা জানান মীর। অথচ নবী দিবসে খুবই সাধারন ভাবে সকলকে শুভেচ্ছা জানান তিনি।
এরপরেই সোশ্যাল মিডিয়ায় ওঠে শোরগোল। নেটিজেনদের একাংশ দ্বিচারিতার অভিযোগ আনে মীরের প্রতি। দূর্গাপুজোয় এমন কৌতুকপূর্ণ পোস্ট করে শুভেচ্ছা অথচ নবী দিবসে দিব্যি ‘মার্জিত’ পোস্ট, অভিনেতার এমন আচরণের কারণ জানতে চান বিক্ষুব্ধ নেটিজেনরা।
এমনকি ওঠে মীরের সঞ্চালিত জনপ্রিয় রিয়েলিটি শো ‘মীরাক্কেল’ বয়কট করার দাবিও। অভিনেতার উদ্দেশে একের পর এক তোপ দাগতে থাকেন নেটিজেনরা। তবে কোনোবারই কোনো উত্তর দেননি মীর।