সাপে কাটার পরেই বিয়ে হবে সলমনের! ভবিষ‍্যৎ বাণী করলেন মীর

বাংলাহান্ট ডেস্ক: গত দুদিন ধরে সংবাদ শিরোনাম সলমন-ময় (salman khan)। সাপের কামড়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বলিউডের ভাইজান। তাও আবার জন্মদিনের ঠিক আগে! ভাগ‍্যক্রমে সাপটি বিষধর ছিল না। ৫৬ তম জন্মদিনের ঠিক আগেই নতুন জীবন পেয়েছেন সলমন। এবার তাঁর বিয়ের ভবিষ‍্যৎবাণীও সেরে ফেললেন জনপ্রিয় কৌতুকাভিনেতা মীর আফসার আলি (mir afsar ali)।

বলিউড ইন্ডাস্ট্রির সবথেকে ‘এলিজিবল ব‍্যাচেলর’ সলমন। বহু বছর ধরে তাঁর বিয়ে নিয়ে জল্পনা কল্পনা চলছে। কিন্তু এখন সকলেই প্রায় হাল ছেড়ে দিয়েছেন ভাইজানের বিয়ে হওয়ার। তাহলে হঠাৎ মীরের এমন ভবিষ‍্যৎ বাণীর কারণ কী? আসলে মজা করেই এমনটা বলেছেন তিনি।

mir 1
মীরের কৌতুক প্রিয় স্বভাবের কথা সকলেই জানেন। সোশ‍্যাল মিডিয়ায় মজার সুরে তিনি লিখেছেন, ‘এই বার ফাইনালি, ভাইজানের বিয়ে হবে! শুনেছি ‘সাপে’ বর হয়!’ নেটিজেনরাও মজা করার সুযোগ ছাড়েননি। একজন লিখেছেন, ‘সাপটার কোনো খবর? শুনেছি বিষ হীন সাপ! ভাইজানের কিছু হবে না, ভয় নেই !’ আরেকজন রসিকতা করে লিখেছেন, সলমন নিশ্চয়ই সাপটাকে হুমকি দিয়েছেন, ফুটপাতে পেলে দেখে নেবেন! এরপর সম্ভবত সাপেদের বংশ লোপ পেতে চলেছে।

IMG 20211227 150447
রবিবার রাতে সলমনের পানভেলের ফার্ম হাউসের বাইরে জড়ো হয় পাপারাৎজি। বাইরে বেরিয়ে ছবির জন‍্য পোজও দেন অভিনেতা। তখনি তিনি জানান, একটি সাপ ফার্ম হাউসের একটি ঘরে ঢুকে এসেছিল। বাচ্চারা তাতে ভয় পেয়ে যায়। তাই একটি লাঠি দিয়ে সাপটিকে তুলে তিনি বাইরে ফেলে দিতে যান। কিন্তু লাঠি বেয়ে ধীরে ধীরে সাপটি সলমনের হাতে উঠে আসে। সঙ্গে সঙ্গে অন‍্য হাত দিয়ে সাপটিকে চেপে ধরেন তিনি।

IMG 20211227 120900
এদিকে শোরগোল শুনে ততক্ষণে ছুটে এসেছেন ফার্ম হাউসের কর্মীরা। তারা সাপটিকে বিষধর ভেবে আরো চিৎকার চেঁচামেচি জুড়ে দেয়। এত গণ্ডগোলের মাঝে সাপটি তিন তিনবার ছোবল মারে ভাইজানের হাতে। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। সাপটিকেও সঙ্গে নিয়ে যাওয়া হলে জানা যায় যে সেটি বিষধর নয়। ইঞ্জেকশন নিয়ে ছয় ঘন্টা হাসপাতালে থাকার পর রবিবার সকালে ছাড়া পান সলমন।

এমন ফাঁড়া কাটিয়েও রসিকতা ভোলেননি অভিনেতা। মজার সুরে তিনি বলেন, ‘আমি ফিরে আসার পর সাপটিকে ছেড়ে দেওয়া হয়। আমার বোন খুব ভয় পেয়ে গিয়েছিল। তাই ওর জন‍্য আমি সাপটির সঙ্গে ছবি তুলে নিয়েছি। সাপের সঙ্গে বন্ধুত্ব হয়ে গেল। আমার বাবা জিজ্ঞাসা করছিলেন যে সাপটা বেঁচে আছে? আমি উত্তর দিলাম, সাপও বেঁচে আছে টাইগারও বেঁচে আছে।’


Niranjana Nag

সম্পর্কিত খবর