বাংলাহান্ট ডেস্কঃ করোনাভাইরাস (corona virus) নিয়ে সারা বিশ্ব তোলপাড়। আতঙ্ক যেন কিছুতেই পিছু হটছে না। বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে ৭১৯। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১৯ জনের। লকডাউন(lockdown) চলছে দেশ জুড়ে। তবু তা ভেঙেই বাইরে বেরিয়ে আসছেন মানুষ। যে সামাজিক দূরত্বের কথা বারবার বলা হয়েছিল এখনও পর্যন্ত দেশের সর্বত্র তা মানছে কই!
https://www.facebook.com/Mir.Afsar.Ali/videos/611800869409772/
বাজার(market) দোকানে ভিড় থেকে বিকেলের মাঠে ক্রিকেট চলছে সবই। কখনও কুসংস্কারে ভর করে চলছে শাঁখ বাজানো আবার কখনও সকলেই নেমে পড়ছেন রাস্তায়। জনতাকে বাড়িমুখো করতে এবার লাঠি ধরেছে পুলিশ। প্রায় সমস্ত বেসরকারি অফিসেই কাজ চলছে বাড়ি থেকে।
সংবাদ পাঠিকা যেমন বাড়ি থেকে খবর পড়ছেন তেমনই রেডিয়োর সঞ্চালকও বাড়ি থেকেই শো করছেন। কয়েকদিন হল বাড়ির সেটআপ থেকেই শো করছেন মীর। আর যারা সরকারি বিধি নিষেধের ঊর্ধ্বে গিয়ে এখনও বেড়েপাকামো করছে তাদের জন্য কড়া ধমক মীরের।
মীরের কথায় ,’এদের কানে ময়লা জমেছে। খুব ভালো করে আগে ময়লা পরিষ্কার করুন। বাড়িতে থেকে বাড়ির লোকজনের কথা শুনুন। যেমন আমি করছি। সরকারি নির্দেশিকা অমান্য করে কিছু জন কানে শুনছেন না, চোখে দেখছেন না’।
এদের ধরে উত্তম মধ্যম মারের পক্ষেই সওয়াল মীরের। দেখে নিন ঠিক কি কি বললেন ‘সকালম্যান’।