টাইমলাইনখেলাক্রিকেট

ইংল্যান্ডের দ্বিতীয় সারির দলের কাছে রামধোলাই খেয়ে মুখ লুকানোর জায়গা পাচ্ছে না মিসবাহ-উল-হক

বাংলা হান্ট ডেস্কঃ সদ্য সমাপ্ত ইংল্যান্ডের সঙ্গে ওয়ানডে সিরিজে ইংল্যান্ডের দ্বিতীয় সারির দলের কাছে রামধোলাই খেয়েছে পাকিস্তান। ইংল্যান্ড এর দ্বিতীয় সারির দল পাকিস্তানের শক্তিশালী দলকে হোয়াইটওয়াশ করে ছেড়ে দিয়েছে। তারপর থেকে প্রবল চিন্তায় পড়ে গিয়েছে পাকিস্তানের হেড কোচ মিসবাহ উল হক।

crockex

হারের কোন কারণ খুঁজে না পেয়ে মিসবাহ উল হক বলেছেন, “দল এতদিন পর্যন্ত সঠিক পথেই ছিল, হঠাৎ কি হল কিছু বুঝতে পারছিনা।”

ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে হেরে আগেই সিরিজ হাতছাড়া হয়েছিল পাকিস্তানের। তবে তৃতীয় ম্যাচে দারুণ কামব্যাক করেছিল পাকিস্তান। বাবর আজমের দুর্দান্ত সেঞ্চুরির ওপর ভর করে ইংল্যান্ডের সামনে 332 রানের টার্গেট দিয়েছিল পাকিস্তান। তবে 300 এর উপর রান করে ইংল্যান্ডের কাছে কচুকাটা হতে হল পাকিস্তানকে। দু-ওভার বাকি থাকতেই ম্যাচ জিতে নিল ইংল্যান্ড।

ইংল্যান্ডের দ্বিতীয় সারির দলের কাছে হারার পর মিসবাহ-উল-হক বলেছেন, ” আগের সিরিজ গুলি দেখে মনে হচ্ছিল দল সঠিক পথেই এগোচ্ছে কিন্তু এই একটা সিরিজ হার আমাদের পুরো নাড়িয়ে দিল। এখন মনে হচ্ছে যেখান থেকে শুরু করে ছিলাম সেখানেই দাঁড়িয়ে আছি। কিন্তু দলের এমন পরিণতির কারন বুঝতে পারছি না। তবে দ্রুত এগিয়ে যাওয়ার রাস্তা বের করতে হবে আমাদের।”

অপরদিকে পাকিস্তান সমর্থকদের ক্রমাগত আক্রমণের মুখে পড়তে হচ্ছে হেড কোচ মিসবাহ-উল-হক-কে। যা আরও ও চিন্তায় রেখেছে তাকে।

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker