ছোট প্যাকেট বড় ধামাকা, ‘মিঠাই’ শেষের এক সপ্তাহের মধ্যেই এই নতুন সিরিয়ালে সুযোগ পেয়ে গেল অনুমেঘা

বাংলাহান্ট ডেস্ক: কোনো কিছু শুরু হলে তা শেষ হয়ই। সেই নিয়ম মেনে টেলিভিশনের পর্দা থেকে বিদায় নিয়েছে ‘মিঠাই’ (Mithai)। প্রায় আড়াই বছর ধরে দর্শকদের বিনোদন দেওয়ার পর হাসিমুখেই টাটা বলেছে মোদক পরিবার। এখন থেকেই মিঠাই সিদ্ধার্থকে মিস করতে শুরু করে দিয়েছেন দর্শকরা। তবে সিরিয়ালের অনেক সদস্যই ইতিমধ্যে যোগ দিয়েছেন অন্য মেগায়। এই তালিকায় রয়েছে ছোট্ট মিষ্টিও।

মিঠাইয়ের গল্প একটা লম্বা লিপ নেওয়ার পর এন্ট্রি হয় মিষ্টির। পুঁচকে মিষ্টিকে মিঠাই সিদ্ধার্থ মেয়ে হিসেবে দেখানো হয়েছিল গল্পে। ছেলে শাক্য ছোট থাকতেই দুর্ঘটনায় মিঠাইয়ের মৃত্যু দেখানো হয়েছিল। যদিও পরে জানা যায়, মিঠাইকে মারার জন্যই করা হয়েছিল ষড়যন্ত্র। কিন্তু তাতে তার মৃত্যু হয়নি। শুধু স্মৃতিশক্তি হারিয়ে গিয়েছিল মিঠাইয়ের।

anumegha mithai

আরো জানা যায়, হারিয়ে যাওয়ার সময়ে মিঠাই অন্তঃসত্ত্বা ছিল। পরে সন্তান জন্ম দেয় সে। সিড মিঠাইয়ের সেই মেয়েই হল মিষ্টি। এই চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল অনুমেঘা কাহালিকে (Anumegha Kahali)। এত কম বয়সেই তার সাবলীল অভিনয় মন ভরিয়ে দিয়েছিল দর্শকদের। মিঠাই শেষ হয়ে যাওয়াতে তাই অনেকেরই মন খারাপ হয়ে গিয়েছিল মিষ্টিকে আর দেখা যাবে না বলে।

কিন্তু দর্শকদের বেশিদিন অপেক্ষা করতে হয়নি। মিঠাই শেষের এক সপ্তাহের মধ্যেই জি বাংলাতেই নতুন সিরিয়ালে সুযোগ পেয়ে গিয়েছে অনুমেঘা। চ্যানেলের আরেক জনপ্রিয় সিরিয়াল ‘নিম ফুলের মধু’তে দেখা যাচ্ছে তাকে। নতুন চরিত্র ‘চিনি’ হয়ে সিরিয়ালে পা রেখেছে অনুমেঘা। চয়ন ওরফে উদয় প্রতাপ সিংয়ের সঙ্গে তার রসায়ন প্রথমেই ভাল লেগে গিয়েছে দর্শকদের। তবে চিনি চরিত্রটিকে কতদিনের জন্য দেখা যাবে নিম ফুলের মধু তে তা এখনো স্পষ্ট নয়।

anumegha

প্রসঙ্গত, মিঠাইয়ের আগে ‘বোধিসত্ত্বর বোধবুদ্ধি’ সিরিয়ালেও মুন্নি চরিত্রে দেখা গিয়েছিল অনুমেঘাকে। শিশুশিল্পী বয়সে ছোট হলেও তার অভিনয় দেখার মতো। তাই তো পরপর সিরিয়ালে যেমন সুযোগ পাচ্ছে অনুমেঘা, তেমনি অভিনেতা অভিনেত্রীদের ভালবাসা আর আশীর্বাদও পাচ্ছে সে। মিষ্টি তো দর্শকদের মনেই রয়ে গিয়েছে পাকাপাকি ভাবে, এবারে চিনি হয়ে অনুমেঘা কী কাণ্ড করে সেটাই দেখার অপেক্ষা।


Niranjana Nag

সম্পর্কিত খবর