বাংলা হান্ট ডেস্কঃ বিহার সরকারের মন্ত্রী, বিধায়ক অথবা অন্য কোনও আধিকারিক অথবা কর্মচারীদের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় উল্টোপাল্টা বললে এখন মহাবিপদে পড়তে হবে। বিহারের আর্থিক অপরাধ সংস্থা সরকারের সমস্ত বিভাগের প্রধান সচিবকে চিঠি লিখে আপত্তিজনক মন্তব্য করা মানুষদের অভিযোগ করার কথা জানানো হয়েছে।
আর্থিক অপরাধ সংস্থার এডিজি নাইয়ার হসনৈন খান সমস্ত বিভাগকে জানিয়েছে যে, কোনও আধিকারিক অথবা কর্মচারীদের বিরুদ্ধে কেউ যদি কোনও আপত্তিজনক পোস্ট লেখে, তাহলে সেটি যেন তৎকাল খবর দেওয়া হয়। এরপর কড়া অ্যাকশন নেওয়া হবে।
এই আদেশের পর এবার সোশ্যাল মিডিয়ায় কোনও মন্ত্রী, বিধায়কের বিরুদ্ধে ভুল প্রচার করলেই কড়া অ্যাকশন নেওয়া হবে। উল্লেখ্য, বিহারে সাইবার অপরাধ রোখার জন্য আর্থিক অপরাধ সংস্থাকেই নোডাল এজেন্সি বানানো হয়েছে। আর এই নিয়ে সংস্থা সমস্ত বিভাগকে চিঠিও লিখেছে।
রকারের ভাবমূর্তি নষ্ট করা সমস্ত পোস্টের বিরুদ্ধে কড়া অ্যাকশন নেওয়ার ঘোষণা করেছে আর্থিক অপরাধ সংস্থা। সরকারের নীতি গুলো নিয়ে যদি কী অপপ্রচার করে, তাহলে তাঁর বিরুদ্ধে আইটি আইনের ধারা গুলো অনুযায়ী অ্যাকশন নেওয়া হবে। প্রসঙ্গত, অনেক সময় দেখা যায় যে, সরকারের নীতির বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় অনেক অভিযান চালানো হয়। এবার সেগুলোতে লাগাম লাগানোর প্রচেষ্টা করছে বিহার সরকার।
সোশ্যাল মিডিয়ায় চলা অপপ্রচার আর বিতর্কিত এবং ভুয়ো মন্তব্যের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী নীতিশ কুমার অনেকবার সরব হয়েছেন। লকডাউনের পর রাজ্যের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার একটি অনুষ্ঠানে বলেছিলেন যে, সরকারের ভালো কাজের বদলে সোশ্যাল মিডিয়ায় ভুল কাজ গুলো বেশি প্রচার পায়। এবার এটাতে লাগাম লাগানো দরকার আর সরকারের ভালো কাজ গুলোকে মানুষের কাছে পৌঁছে দেওয়া দরকার।