জয়ধ্বনি! ‘মিস ট্রান্স ইন্ডিয়া ২০১৯’ এর মুকুট উঠল অ্যানির মাথায়

 

‘মিস ট্রান্স ইন্ডিয়া’ খেতাব জিতে নিলেন অনিক দত্ত থেকে হয়ে ওঠা অ্যানি দত্ত চক্রবর্তী। অনিক থেকে অ্যানি হয়ে ওঠার এই পথ সহজ না হলেও কোনদিন হাল ছেড়ে দেয়নি সে ছেড়ে দেয়নি সে সে আর ঠিক সে কারনেই আজ অ্যানির মাথায় উঠল ‘মিস ট্রান্স ইন্ডিয়া ২০১৯’-র মুকুট। ভারত সেরা হয়ে ফেরার পর হয়ে ফেরার পর সকলে আনন্দে মেতে উঠেছে তাঁকে নিয়ে। হৈ হুল্লোড় পড়ে পড়ে গেছে সমস্ত এলাকায়।

 

দক্ষিন দিনাজপুরের বালুরঘাটের চকভৃগু এলাকার বাসিন্দা অ্যানি, সমাজকে পরোয়া না না করে অনিক দত্ত থেকে তাঁর অ্যানি হয়ে ওঠার গল্প নাড়িয়ে দিয়েছে সকলকেই। গতবছর সাগ্নিক চক্রবর্তীর সঙ্গে বিবাহ করেছেন তিনি। শ্বশুরবাড়ির লোকজন অ্যানিকে মেনে নিয়েছে স্বাচ্ছন্দে।

07a2f img 20190606 wa0006

বরাবরই শিক্ষকতা করার পাশাপাশি অ্যানির অভূতপূর্ব ভালোবাসা ছিল র‍্যাম্প ওয়াকের প্রতি। মিস ট্রান্স ইন্ডিয়া খেতাব জেতার স্বপ্ন ছিল তার সবসময়ের, এতদিনে সেই স্বপ্ন সত্যি হওয়ায় আনন্দে মেতে উঠেছেন অ্যানি ও তার পারিপার্শ্বিক সকলে

সম্পর্কিত খবর