বাংলাহান্ট ডেস্ক: মিঠাই (Mithai) রানী সবার সেরা, ভক্তদের মুখে সবসময় এই একটাই কথা। বাংলা জুড়ে খুঁজলে এখন এমন দর্শক খুঁজে পাওয়া ভার হবে যে কিনা মোদক পরিবারকে চেনে না। সিড মিঠাই আর হল্লা পার্টি এই পরিবারের মূল আকর্ষণ। এক বছর ধরে সবার মন জয় করে আসছে মিঠাই অ্যান্ড কোং। সেটার প্রমাণ মেলে সাপ্তাহিক টিআরপি তালিকাতেই।
মাসের পর মাস একটানা বাংলা সেরা থেকে রেকর্ড গড়েছিল মিঠাই। মাঝে অবশ্য সিংহাসন ছিনিয়ে নিয়েছিল স্টার জলসার ‘গাঁটছড়া’। কিন্তু সেরার স্থান হারালেও টিআরপি তালিকা থেকে কিন্তু হারিয়ে যায়নি মিঠাই। বরং হাড্ডাহাড্ডি টক্কর দিয়ে গিয়েছে খড়ি ঋদ্ধিদের। অবশেষে ফের স্বমহিমায় নিজের হারানো স্থান পুনরুদ্ধার করেছে মিঠাই।
এই মুহূর্তে বাংলায় জনপ্রিয় সিরিয়ালের কমতি নেই। কিন্তু তাদের সবার থেকে মিঠাই যে আলাদা তা প্রমাণ হয়ে গিয়েছে বহুবার। এবার ফের খড়ি, পিহু, সহচরী, খুকুমণিদের টেক্কা দিয়ে নিজের খ্যাতির প্রমাণ দিল জি বাংলার চ্যানেল সেরা এই সিরিয়াল। আবারো সেরার সেরা হয়েছে মিঠাই।
একটি বেসরকারি সংবাদ মাধ্যমের তরফে চালানো সমীক্ষায় উঠে এসেছে বাংলা সিরিয়ালের সবথেকে জনপ্রিয় চরিত্র কোনটি। সমীক্ষায় প্রথম স্থানে রয়েছে মিঠাই। তারপর দ্বিতীয় স্থানেই রয়েছে গাঁটছড়ার খড়ি। তারপর তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম স্থানে যথাক্রমে সহচরী, খুকুমণি এবং সবশেষে পিহু। এই ফলাফল মে মাসের। বলা বাহুল্য, সমীক্ষা ফলাফল দেখে মিঠাই ভক্তরা ব্যাপক খুশি।
https://www.instagram.com/p/Ce8xJQuKOfK/?igshid=YmMyMTA2M2Y=
কিন্তু অন্যান্য সিরিয়াল গুলির তুলনায় মিঠাই এর জনপ্রিয়তা এত বেশি থাকার কারণ কী? দর্শকদের মতে, এখানে যৌথ মোদক পরিবারের প্রতিটি সদস্যের গল্পকে সমান গুরুত্ব দেওয়া হয়। তাছাড়াও সবসময় গল্পের মাধ্যমে ইতিবাচক পরামর্শটাই দেওয়া হয়। কূটকাচালিও তুলনামূলক কম। যাও বা হয় তাও মজার ছলে। তাই মিঠাই রানী সবার প্রিয়।