আদৃত-সৌমিতৃষা থেকে দেব-শুভশ্রী, সিরিয়াল-ওয়েব সিরিজ মাতিয়ে পুরস্কার জিতলেন কারা?

বাংলাহান্ট ডেস্ক: বিনোদনে সিনেমার রমরমা যত বেশিই হোক না কেন, ছোটপর্দার গুরুত্বকে কখনোই অস্বীকার করা যাবে না। আর এখন তো ডিজিটাল মিডিয়ার বাড়বাড়ন্তর প্রমাণ স্বরূপ ওয়েব সিরিজও (Web Series) দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে। OTT প্ল্যাটফর্মের সংখ্যা যেমন বাড়ছে তেমনি একটা বড় সংখ্যক দর্শকের সেদিকে ঝোঁকার প্রবণতা লক্ষ্য করে বিনোদনের বিভিন্ন ক্ষেত্রের শিল্পীরা পা রাখছেন ওয়েবে।

বাঙালির কাছে দৈনন্দিন বিনোদন মানেই এখন সিরিয়াল এবং ওয়েব সিরিজ। তাই এই দুই মাধ্যমের প্রতিভাবান কলাকুশলীদের সম্মানিত করতে সম্প্রতি এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল TV9 বাংলার তরফে। ‘ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ডস ২০২৩’তে পুরস্কৃত করা হয়েছে সিরিয়াল এবং OTT জগতের সেরা কয়েকজন অভিনেতা অভিনেত্রী এবং কলাকুশলীদের।

raima

সম্প্রতি শহরের এক পাঁচতারা হোটেলে আয়োজিত হয়েছিল এই অনুষ্ঠান। বিনোদন জগতের পাশাপাশি উপস্থিত ছিলেন রাজনৈতিক জগতের ব্যক্তিত্বরাও। উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, দেব, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, সোহম চক্রবর্তী থেকে ছোটপর্দার আদৃত রায়, সৌমিতৃষা কুণ্ডুরাও।

bong guy

অন্যদিকে এসেছিলেন সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, কুণাল ঘোষ, মহম্মদ সেলিমের মতো রাজনৈতিক দুনিয়ার তাবড় মানুষজনও। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার এবং যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী অনুরাগ ঠাকুর। বিভিন্ন ক্ষেত্রে সেরাদের বেছে নেওয়ার জন্য তৈরি হওয়া জুরি বোর্ডের সদস্য ছিলেন প্রভাত রায়, মুনমুন সেন, ধৃতিমান চট্টোপাধ্যায়ের মতো ব্যক্তিত্বরা। সিরিয়াল, ওয়েব সিরিজ মিলিয়ে কে কোন বিষয়ে পেলেন পুরস্কার?

subhashree

সেরা ওয়েব সিরিজ নির্বাচিত হয়েছে ‘ইন্দুবালা ভাতের হোটেল’। জুরির বিচারে সেরা সিরিয়ালের পুরস্কার পেয়েছে স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’। এছাড়াও সেরা সিরিয়াল নির্বাচিত হয়েছে জি বাংলার ‘মিঠাই’। ছোটপর্দার সেরা জুটি আদৃত রায়-সৌমিতৃষা কুণ্ডু এবং দিব্যজ্যোতি দত্ত-স্বস্তিকা ঘোষ। সেরা পার্শ্ব চরিত্রের পুরস্কার পেয়েছেন ‘গাঁটছড়া’র অনিন্দ্য চট্টোপাধ্যায় এবং ‘জগদ্ধাত্রী’ সিরিয়ালের রূপসা চক্রবর্তী।

soumitrisha

saurav

সেরা খলনায়ক এবং খলনায়িকার পুরস্কার উঠেছে যথাক্রমে ‘টুম্পা অটোওয়ালি’র জন্য জয়জিৎ বন্দ্যোপাধ্যায় এবং ‘অনুরাগের ছোঁয়া’র অহনা দত্তের হাতে। সেরা ডেবিউ হিসেবে পুরস্কার জিতে নিয়েছেন ‘জগদ্ধাত্রী’র অঙ্কিতা মল্লিক এবং ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’এর সুকৃত সাহা। সেরা টিভি সিরিয়ালেও কড়া টক্কর ছিল মিঠাই এবং অনুরাগের ছোঁয়ার মধ্যে। দুটি মেগাই জিতে নিয়েছে সেরার পুরস্কার।

Niranjana Nag

সম্পর্কিত খবর