এক লাফে ৪০ বছর পার! সিড-মিঠাইয়ের বয়স্ক ছবি ভাইরাল হতেই মন খারাপ দর্শকদের, শেষ হচ্ছে নাকি সিরিয়াল?

বাংলাহান্ট ডেস্ক: এক বছর পূর্ণ করেছে ‘মিঠাই’ (Mithai)। সবে সবে ভালবাসার মানেও বুঝতে শুরু করেছিল সিদ্ধার্থ। এর মাঝেই হঠাৎ ছন্দপতন। বুড়িয়ে গেল সিড মিঠাই। দুজনের বয়স্ক ছবি চ‍্যানেলের তরফ থেকে শেয়ার হতেই শোরগোল দর্শক মহলে? এত তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে মিঠাই? ব‍্যাপারটা যেন হজমই করতে পারছেন না কেউ।

ব‍্যাপারটা ঠিক কী ঘটেছে? আসলে সম্প্রতি জি বাংলার অফিশিয়াল সোশ‍্যাল মিডিয়া হ‍্যান্ডেল থেকে শেয়ার করা হয়েছে সিড মিঠাইয়ের একটি ছবি। তবে দেখে বোঝাই যাচ্ছে না যে তারা তুফান মেল আর উচ্ছেবাবু। দুজনেই রাতারাতি বুড়িয়ে গেছে। প্রিয় নিয়ক নায়িকার কাঁচাপাকা চুল, কুঁচকানো গায়ের চামড়া দেখে হতবাক দর্শকরা।

0000002173ec4cd4f0f94bd3b1afc6dc391dd1ae
ক‍্যাপশনে আবার প্রশ্ন জুড়ে দেওয়া, ‘মিঠাই সিদ্ধার্থের বয়স ৪০ বছর পেরিয়ে গেল নাকি? আসছে ‘মিঠাই আর সিদ্ধার্থ’ নতুন চমক নিয়ে!’ এরপরেই নেটিজেনরা প্রশ্ন করেছেন, সত‍্যিই কি ৪০ বছর লাফ দেবে মিঠাইয়ের গল্প? এমনিতে হঠাৎ করে সিরিয়ালের গল্প কয়েক বছর এগিয়ে যাওয়া খুব একটা অস্বাভাবিক নয়।

এমনটা আগেও দেখা গিয়েছে বহু সিরিয়ালে। কিন্তু সেসব ক্ষেত্রেই সিরিয়াল শুরুর বেশ কিছু সময় পরেই এমন কাণ্ড ঘটেছে। মিঠাই কি তবে শেষ হতে চলেছে? টিআরপিও কয়েক সপ্তাহ ধরে একটু কম। তাই এমন আশঙ্কা উঠতেই চিন্তার ভাঁজ দর্শকদের কপালে।

https://www.instagram.com/p/CaW6WnXPXa_/?utm_medium=copy_link

তবে চিন্তার এখনি কোনো কারণ নেই। আপাতত সিড মিঠাইয়ের প্রেম জমে উঠছে। অর্থাৎ সিরিয়াল শেষ হওয়ার প্রশ্ন উঠছেই না এখন। আসলে সম্প্রতি মিঠাইয়ের পুলিস দাদা অর্থাৎ এসিপি রুদ্রর মন ভেঙেছে। ধারাকে প্রোপোজ করায় সে জানতে পারে যে ধারা আসলে অন‍্য কাউকে ভালবাসে।

তারপর থেকেই মনমরা রুদ্র। তাই পুলিস দাদার মন ভাল করতেই পরিকল্পনা করছে সিড মিঠাইয়ের। সেই পরিকল্পনার একটি অংশ হিসাবেই এমন সাজপোশাক। মনোবিদ সাজবে সিড মিঠাই। তাই দর্শকরা আপাতত নিশ্চিন্ত থাকতে পারেন। শুধু দেখার অপেক্ষা সিড মিঠাই নতুন কি চমক নিয়ে আসে।

Niranjana Nag

সম্পর্কিত খবর