উলটপুরাণ! ষড়যন্ত্র ভুলে শত্রু মিঠাইয়ের সঙ্গে রোম‍্যান্সে মজল সোম, তাজ্জব দর্শক

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বাংলা সিরিয়ালের দুনিয়ায় মিঠাইয়ের (mithai) জয়যাত্রা অব‍্যাহত। টানা কয়েক মাস ধরে লাগাতার টিআরপি তালিকায় প্রথম স্থান দখল করে আসছে এই সিরিয়াল। একান্নবর্তী পরিবারের জমাটি গল্প, চরিত্রের বুনন এবং অভিনেতা অভিনেত্রীদের সুন্দর অভিনয়ই এই সাফল‍্যের নেপথ‍্যের কারণ। শুধুমাত্র মূল চরিত্রে থাকা সিড মিঠাই নয়, পার্শ্বচরিত্রগুলিও একই রকম জনপ্রিয়তা পেয়ে আসছে দর্শকদের থেকে।

মিঠাইয়ে অন‍্যতম খল চরিত্র সোম। মোদক বাড়ির আশ্রিত সে। ছোট্ট বেলায় সিদ্ধার্থের মা তাকে নিয়ে এসেছিলেন এ বাড়িতে। তারপর থেকে পরিবারের একজনই হয়ে গিয়েছে সোম। তবে সকলেই তাকে আপন করে নিলেও বড়বাবু অর্থাৎ সমরেশ পছন্দ করেন না তাকে। আর এই সুযোগ নিয়েই সোমের মনে মোদক পরিবারের প্রতি বিষ ঢেলে দেন পিসেমশাই।


মিঠাইয়ের সঙ্গে বিয়ে করতে অস্বীকার করার পর থেকেই একটু একটু করে মোদক পরিবারের শত্রু হয়ে উঠছে সোম। আর তার প্রধান প্রতিপক্ষ হয়ে উঠছে মিঠাই। কিন্তু এ তো গেল সিরিয়ালের গল্প। বাস্তব জীবনে কিন্তু সোমের থেকে একেবারে উলটো অভিনেতা ধ্রুব সরকার (dhrubo sarkar)। হাসিখুশি, ধ্রুব শটের বাইরে টিমের সকলের সঙ্গেই হুল্লোড় করে কাটান। মিঠাইয়ের সঙ্গেও তাঁর জমাটি বন্ধুত্ব।

https://www.instagram.com/reel/CTmq6O6B3eR/?utm_medium=copy_link

আর এবারে তো পর্দার শত্রুর সঙ্গেই রোম‍্যান্টিক রিল ভিডিও বানিয়ে বসলেন সোম। শেরশাহ ছবির হিট নাম্বার ‘রাতান লম্বিয়া’র সুরে রোম‍্যান্স করতে দেখা গেল সোম ও মিঠাইকে। কাণ্ড দেখে অবাক নেটিজেনরা। কারোর অভিযোগ, সোম কেন? সিডের সঙ্গে তো এই ভিডিওটা বানানোর কথা মিঠাইয়ের। আবার একজন মজা করে বলেছেন, মাখন মণ্ডলের সঙ্গে যদি আগে কথা বলে নিতে তাহলে আজ আর এই রিলটা করতে হত না।

X