বাংলাহান্ট ডেস্ক: মিঠাই (mithai) আর সিদ্ধার্থর (siddharth) ফুলশয্যা। এতদিন দুজনের ডিভোর্স পর্ব চলছিল সিরিয়ালে। কিন্তু ডিভোর্সের প্রায় দোড়গোড়ায় এসে বেঁকে বসেছে সিড। উপরন্তু দাদাইয়ের সঙ্গে চ্যালেঞ্জ নিয়ে সে ঠিক করেছে মোদক বাড়ির সকলকে প্রমাণ করে দেবে এক মাস মিঠাইয়ের সঙ্গে সংসার করেও সে বাঁধনে বাঁধা পড়বে না।
সেই মতো সাম্প্রতিক এপিসোডেই দেখানো হয়েছে মিঠাই সিডের ডিভোর্সের পর ফুলশয্যা। নায়ক নায়িকার কাণ্ড দেখে হেসে লুটোপুটি খেয়েছে দর্শকরা। আর দর্শকদের অপরিমিত ভালবাসাতেই টানা কয়েক সপ্তাহ ধরে বাংলা সেরা রয়েছে মিঠাই। তা এমন একটা সিরিয়ালে ক্যামেরার পেছনে কী চলছে তা জানার আগ্রহ তো থাকেই দর্শকদের।
মিঠাই অনুরাগীদের সেই আশাও পূরণ করেছে জি বাংলার। চ্যানেলের অফিশিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করা হয়েছে ফুলশয্যার এপিসোডের ক্যামেরার পেছনের কাহিনি। আর তাতেই দর্শকরা জানতে পেরেছে ক্যামেরার সামনে যেমন, পেছনেও তেমনি ‘টম অ্যান্ড জেরির’ মতো সম্পর্ক সিড মিঠাই ওরফে আদৃত রায় ও সৌমিতৃষা কুণ্ডুর।
শেয়ার করা ভিডিওতে দেখা গিয়েছে ফুলশয্যার দৃশ্যের জন্য সুন্দর করে ফুল, মোমবাতি দিয়ে সাজানো হচ্ছে সিডের ঘর। সাজগোজে ব্যস্ত নায়ক নায়িকাও। ক্যামেরার সামনে মিঠাই অর্থাৎ সৌমিতৃষার অভিযোগ তাঁর সহ অভিনেতারা সহ টিমের প্রায় সকলেই জোট বেঁধে পেছনে লাগে তাঁর। আদৃতের সঙ্গে খুনসুটি, মারামারিও লেগেই আছে। ভিডিওতে একবার আদৃতের পেছনে তাঁড়া করতে দেখা গিয়েছে সৌমিতৃষাকে। আর একবার তো রেগে গিয়ে আদৃতের চুলের মুঠি ধরে মেরেই দিলেন অভিনেত্রী।
https://www.instagram.com/tv/CRgoSSNIcBV/?utm_medium=copy_link
ক্যামেরার বাইরেও সিড মিঠাইয়ের খুনসুটি দেখে হেসে গড়াগড়ি খাচ্ছে দর্শকরা। আর এপিসোডের ‘বিহাইন্ড দ্য সিন’ ভিডিও ইতিমধ্যেই ভাইরাল। ৭১ হাজার ছাড়িয়েছে ভিডিওতে ভিউ সংখ্যা। সৌমিতৃষা ও আদৃতের প্রশংসায় পঞ্চমুখ অনুরাগীরা।