উমুক্ত ক্লিভেজ, চূড়ান্ত শরীরী আবেদন! খোলামেলা পোশাকে হিল্লোল তুললেন সৌমিতৃষা! কাহিল ভক্তরা

Published On:

বাংলা হান্ট ডেস্ক : ছোটপর্দার আদর্শ বৌমার খোলস ছেড়ে এখন তিনি টলিপাড়ার (Tollywood) হট বেব। মিঠাইরানির (Mithai) নতুন লুকে ঘুম উড়েছে নেটিজেনদের। মোদক পরিবারের চোখের মণি মিঠাই এখন দেবের (Dev) নায়িকা। চলতি মাসেই শুরু হবে ‘প্রধান’ (Pradhan) ছবির শ্যুটিং। ছবির স্বার্থে এক ঢাল চুলেরও বলিদান দিয়েছেন নায়িকা। সৌমিতৃষার (Soumitrisha) নতুন লুক দেখে তো চেনাই দায়।

একথা বলাই বাহুল্য যে, মিঠাই সিরিয়ালের সেই মিষ্টি, শাড়ি পরা, সদা হাস্য মেয়ে থেকে একেবারে ‘সেক্সি বেব’। গত সোমবারই নিজের নতুন ফটোশ্যুটের ঝলক শেয়ার করেছেন সৌমিতৃষা। হলুদ রঙের অফ শোল্ডার ক্রপ টপের সাথে নীল রঙের স্কার্ট দিয়ে পেয়ার আপ করেছেন তিনি। দড়ি বাঁধা টপের মধ্য দিয়ে ফুটে উঠেছে ধবধবে সাদা পিঠ।

এদিকে ডিপনেক টপের ফাঁকে সুস্পষ্ট ক্লিভেজ। সেখান থেকে উঁকি দিচ্ছে বুকের কালো তিল। সাথে চুল কার্ল করেছেন আর ভারী মেকআপ ও অক্সিডাইজের গয়নায় মিঠাইয়ের সাজ সকলের নজর কেড়েছে। ফটোশ্যুটের ভিডিও রিলের ব্যাক গ্রাউন্ডে বাজছে ‘লাকি বয়’। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘লিরিক্স…’, সঙ্গে চোখ মারার ইমোজি।

আরও পড়ুন : থামছে না গদর ২-র জলওয়া! বাহুবলির রেকর্ড ভেঙে ১০ দিনে ঘরে তুললো এত কোটি টাকা

এমনিতে সৌমিতৃষার জীবনে প্রেমের উঁকিঝুঁকি বিস্তর। ভক্তরাও কমেন্ট বক্সে কমেন্টের বন্যা বইয়ে দিয়েছেন। একজন লিখেছেন, ‘আমাদেরও প্রশ্ন, কে হবে সেই লাকি বয়?’ আরেক ইউজারের মন্তব্য, ‘আমাদেরও অপর একজন লেখেন- ‘লাকি বয়ের খোঁজ পেলে নাকি, আমাদের একটু বল।’ একেবারে হটকে অবতারে ধরা দিয়েছেন ছোটপর্দার মিঠাই।

আরও পড়ুন : হঠাৎ করেই পুরোপুরি ন্যাড়া হয়ে গেলেন সলমন খান! কারণ জেনে ‘থ’ ভাইজান ভক্তরা

যদিও ভক্তদের কেউ কেউ আবার বলছেন, সাবেকি সাজেই বেশি সুন্দরী লাগে মিঠাইরানিকে। তবে কমবেশি সকলেই একবাক্যে স্বীকার করেছেন যে, দেশি হোক বা পশ্চিমী আউটফিট, সবেতেই বাজিমাত করতে সিদ্ধহস্ত সৌমিতৃষা। এখন যদিও ব্যস্ততার জেরে আজকাল সোশ্যালে একটু কম অ্যাক্টিভ থাকেন তিনি। কারণ তার হাতে এখন প্রচুর কাজ।

আরও পড়ুন : ‘বেশি কথা না বলাই ভালো..’, ইনস্টায় স্বস্তিকাকে আনফলো করা নিয়ে স্পষ্ট জবাব দিব্যজ্যোতির

 

View this post on Instagram

 

A post shared by Rudra Saha (@rudra_saha_official)

 

উল্লেখ্য, খুব শীঘ্রই তাকে দেখা যাবে অভিজিৎ সেন পরিচালিত ছবি ‘প্রধান’এ। এই ছবিতে দেব, সৌমিতৃষা ছাড়াও অভিনয় করছেন পরাণ বন্দ্যোপাধ্যায় আর সাবিত্রী চট্টোপাধ্যায়। এই বিষয়ে নায়িকা জানান,‌ ‘ভালোলাগার জায়গা দুটোই। সিরিয়াল আমায় পরিচিতি দিয়েছে, আর সিনেমায় আমি নিজেকে আরও প্রমাণ করতে পারব। ভবিষ্যতে যেমন সুযোগ আসবে সেভাবে কাজ করব।’

Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

X