বাংলাহান্ট ডেস্ক: বৃহস্পতিবার মানেই টিআরপি (TRP) তালিকা প্রকাশের দিন। মূলত প্রথম সারির দুটি বাংলা চ্যানেলের সিরিয়ালের (Serial) মধ্যে কোন কোন গুলো জায়গা করে নিল সেরা দশে তা জানার জন্যই গোটা সপ্তাহ ধরে অপেক্ষায় থাকেন দর্শকরা। বাংলা সেরার তকমা কার কপালে জুটল বা কোন সিরিয়াল বেরিয়ে গেল সেরা দশের তালিকা থেকে সবকিছু জানা যায় এই লিস্টি থেকেই।
বেঙ্গল টপারের শিরোপা আপাতত নিজের দখলে রেখে দিয়েছে স্টার জলসার চ্যানেল টপার অনুরাগের ছোঁয়া। খুব তাড়াতাড়ি সিংহাসন হাতছাড়া করারও সম্ভাবনা নেই সূর্য দীপার। দুই মেয়ে সোনা রূপাকে নিয়েনিয়ে ভুল বোঝাবুঝি বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে টিআরপিও। ৮.৮ পয়েন্ট নিয়ে এ সপ্তাহে প্রথম স্থানে রয়েছে অনুরাগের ছোঁয়া।
দ্বিতীয় স্থানে থেকে নম্বরের ফারাক অনেকটাই কমিয়ে এনেছে জি বাংলার জগদ্ধাত্রী। একের পর এক ধাঁধায় যতই বেঁধে ফেলার চেষ্টা হচ্ছে জগদ্ধাত্রী ওরফে জ্যাসকে, সে ততই সমস্ত ধাঁধার জাল কেটে বেরিয়ে আসছে। ফেরার উৎসবের সঙ্গে জ্যাস স্যান্যালের মুখোমুখি টক্কর দেখার অপেক্ষায় রয়েছেন দর্শকরা। এ সপ্তাহে সিরিয়ালের প্রাপ্য নম্বর ৮.৬।
তিন, চার এবং পাঁচ নম্বর হাতছাড়া হতে দেয়নি জি। জগদ্ধাত্রীর ঠিক পরেই ৮.০ পয়েন্ট নিয়ে জায়গা করেছে গৌরী এলো। গাঁজাখুরি গল্পের অভিযোগে লাগাতার ট্রোলড হলেও টিআরপি কিন্তু মন্দ উঠছে না এই সিরিয়ালের। জি এর অন্যতম পুরনো মেগা হলেও এখনো ৮.০ পয়েন্ট ধরে রেখেছে গৌরী এলো।
চতুর্থ স্থানে রয়েছে নতুন সিরিয়াল নিম ফুলের মধু। অন্যায়ের বিরুদ্ধে পর্ণার রুখে দাঁড়ানোর লড়াই যে দর্শকদের বেশ মনে ধরেছে তা স্পষ্ট টিআরপি তালিকা দেখেই। এ সপ্তাহে নিম ফুলের মধুর ঝুলিতে উঠেছে ৭.৮ পয়েন্ট। আর কয়েক পয়েন্টের ফারাকে ৭.৫ নম্বর নিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে খেলনা বাড়ি।
রইল সেরা দশের টিআরপি তালিকা-
অনুরাগের ছোঁয়া- ৮.৮ (প্রথম)
জগদ্ধাত্রী- ৮.৬ (দ্বিতীয়)
গৌরী এলো- ৮.০ (তৃতীয়)
নিম ফুলের মধু- ৭.৮ (চতুর্থ)
খেলনা বাড়ি- ৭.৫ (পঞ্চম)
বাংলা মিডিয়াম, পঞ্চমী- ৭.১(ষষ্ঠ)
রাঙা বউ- ৬.৯ (সপ্তম)
এক্কা দোক্কা- ৬.৮ (অষ্টম)
মেয়েবেলা- ৬.৩ (নবম)
গাঁটছড়া- ৬.২ (দশম)