সৌমিতৃষা নয়, অঙ্কিতাই নতুন তারকা, ‘জগদ্ধাত্রী’র কাছে গোহারা হারল ‘মিঠাই’!

বাংলাহান্ট ডেস্ক: শেষ আশাটুকুও গেল ‘মিঠাই’ (Mithai) ভক্তদের। দীর্ঘদিনের রেকর্ড ভেঙে সেরার স্থান থেকে ছিটকে গেল জি বাংলার এই সিরিয়াল। মিঠাইয়ের জায়গা নিল ‘জগদ্ধাত্রী’ (Jagaddhatri)। টিআরপিতে তো অনেক আগেই জগদ্ধাত্রীর কাছে হেরে ভূত হয়েছে মিঠাই। এবার জনপ্রিয়তার দিক দিয়েও সেরার স্থানটা খুইয়ে বসল মোদক বাড়ির বউমা।

প্রত্যেক মাসে ormax media-র তরফে একটি সমীক্ষা করা হয়, যেখানে সেরা পাঁচটি সেরা বাংলা সিরিয়ালের চরিত্র বা নায়িকাদের তালিকা প্রকাশ করা হয়। গত দেড় বছর ধরে এই তালিকায় সেরার স্থানটা দখল করে রেখেছিল মিঠাই। সাপ্তাহিক টিআরপিতে নম্বর কমতে থাকলেও এই মাসিক সমীক্ষায় সবথেকে জনপ্রিয় মেগার তকমা ধরে রেখেছিল জি এর সবথেকে পুরনো সিরিয়াল।

mithai topper

এই শিরোপাটাও এবার হারিয়ে ফেলল মিঠাই। গোয়েন্দা বউমার কাছেই শেষমেষ হারতে হল ময়রা বউমাকে। দীর্ঘদিন পর ফেব্রুয়ারিতে মিঠাইয়ের থেকে সেরার মুকুট কেড়ে নিল নবাগতা জগদ্ধাত্রী। সবথেকে জনপ্রিয় অভিনেত্রী হিসাবে উত্থান হল অঙ্কিতা মল্লিকের। মিঠাই নেমে এসেছে দু নম্বর স্থানে। তৃতীয় স্থানে রয়েছে বাংলা সেরা ‘অনুরাগের ছোঁয়া’র দীপা। আর চতুর্থ এবং পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে গাঁটছড়ার খড়ি এবং সদ্য শেষ হওয়া আলতা ফড়িং এর ফড়িং।

সময়টা বেশ খারাপ যাচ্ছে মিঠাইয়ের। সম্প্রতি সেরা দশের টিআরপি তালিকা থেকেও ফের ছিটকে গিয়েছে এই সিরিয়াল। অন্যদিকে জগদ্ধাত্রী রয়েছে দ্বিতীয় স্থানে। যদিও মিঠাই ভক্তদের বক্তব্য, দু বছর পরেও যে সিরিয়ালটা দু নম্বরে রয়েছে এটাই বা কটা সিরিয়াল পেরেছে? এর থেকেই বোঝা যায়, মিঠাই এখনো জনপ্রিয়তা হারায়নি।

jagaddhatri

অভিনেত্রী সৌমিতৃষা অবশ্য টিআরপি নিয়ে বিশেষ ভাবিত নন। টিআরপি বাড়ুক বা কমুক গোপালকে ‘থ্যাঙ্কু’ বলতে ভোলেন না তিনি। সম্প্রতি মিঠাই শেষ হয়ে যাওয়ার গুঞ্জন নিয়ে সৌমিতৃষা বলেন, নতুনদের তো পুরনোদেরই জায়গা করে দিতে হয়। সিরিয়াল এক সময় না এক সময় শেষ হবেই। কিন্তু মিঠাই প্রথম স্থানে থাকুক বা দশম স্থানে, এমনকি শেষ হয়ে গেলেও দর্শকদের ভালবাসা একই থাকবে বলে মন্তব্য করেন সৌমিতৃষা।

Niranjana Nag

সম্পর্কিত খবর