বাংলাহান্ট ডেস্ক: সবে একটু সুখের মুখ দেখেছিল ‘মিঠাই’ (Mithai) ভক্তরা। কয়েক সপ্তাহ ধরে বাংলা সেরার সিংহাসন ছেড়ে দূরেই থাকতে হয়েছিল জি বাংলার সেরা সিরিয়ালকে। কিন্তু গত দু সপ্তাহ আবারো নিজের জায়গাটা দখল করতে পেরেছিল মিঠাই। কিন্তু সে সুখ সইল না বেশিদিন। আবারো সিংহাসন হারিয়েছে মিঠাই রাণী।
নিজের পুরনো প্রতিদ্বন্দ্বীর কাছেই হেরে গিয়েছে মিঠাই। দু সপ্তাহ পর বাংলা সেরার মুকুট ফের ছিনিয়ে নিল স্টার জলসার ‘গাঁটছড়া’ (Gantchhora)। কয়েকদিন একটু ব্যাকফুটে ছিল এই সিরিয়াল। খড়ির সবসময় রাহুলের পর্দাফাঁস করার জন্য ওঁত পেতে থাকার গল্পে মন ভরছিল না দর্শকদের। কিন্তু এ সপ্তাহে সব ওলটপালট।
খড়ি ঋদ্ধি দেখিয়ে দিল সিড মিঠাই জুটির থেকে তারাও কম যায় না। এ সপ্তাহে ৭.৭ নম্বর নিয়ে টিআরপি তালিকার শীর্ষে জায়গা করেছে গাঁটছড়া। তবে অঘটনের এখানেই শেষ নয় একা গাঁটছড়া না, স্টার জলসার ‘ধুলোকণা’র (Dhulokona) কাছেও হেরে গিয়েছে মিঠাই।
সম্ভবত এটাই এ সপ্তাহের সবথেকে বড় চমক। যে ধুলোকণা গত কয়েক সপ্তাহ ধরে কখনো নবম, কখনো দশম আবার কখনো ছয় নম্বরে জায়গা পাচ্ছিল, সেই সিরিয়াল এবার তড়াক করে সোজা দু নম্বরে! এ যেন অবিশ্বাস্য। ৭.৫ নম্বর নিয়ে কার্যত গাঁটছড়ার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ধুলোকণা।
সেদিক দিয়ে বেশ অনেকটাই নম্বর কমেছে মিঠাইয়ের। ৭.৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে জায়গা করেছে এই সিরিয়াল। উচ্ছেবাবুর দুর্ঘটনার পরেই এমন বিপর্যয়ে মুষড়ে পড়েছে ভক্তরা। অবশ্য দুর্ঘটনার পরে রকি দ্য রকস্টারের আগমন নতুন কী চমক আনে সেটাও দেখার অপেক্ষায় রয়েছেন দর্শকরা। এই নতুন টুইস্টে মিঠাই কত নম্বরে থাকে সেটা জানা যাবে আগামী সপ্তাহে।
অনেকদিন পর সেরা দশের টিআরপি তালিকায় ঢুকতে পেরেছে ‘খুকুমণি হোম ডেলিভারি’। ৪.৮ নম্বর নিয়ে দশ নম্বরে রয়েছে স্টারের এই সিরিয়াল। শ হয়ে যাওয়ার গুঞ্জনের জন্যই সম্ভবত এই প্রত্যাবর্তন খুকুমণির।
রইল সেরা দশের টিআরপি তালিকা-
গাঁটছড়া – ৭.৭ (প্রথম)
ধুলোকণা- ৭.৫ (দ্বিতীয়)
মিঠাই, আলতা ফড়িং- ৭.২ (তৃতীয়)
অনুরাগের ছোঁয়া, গৌরী এলো- ৭.১ (চতুর্থ)
লক্ষ্মী কাকিমা সুপারস্টার, উমা- ৬.৪ (পঞ্চম) পিলু- ৬.১ (ষষ্ঠ)
আয় তবে সহচরী -৬.০ (সপ্তম)
মন ফাগুন- ৫.৯ (অষ্টম)
এই পথ যদি না শেষ হয় -৫.২ (নবম)
খুকুমণি হোম ডেলিভারি -৪.৮ (দশম)