বাংলাহান্ট ডেস্ক: যারা সিরিয়ালের ভক্ত নন বিশেষ, তাদের কাছেও ‘মিঠাই’ (Mithai) নামটা বেশ পরিচিত। প্রায় দু বছর আগে জি বাংলায় পথচলা শুরু করেছিল এই মেগা। জনাইয়ের মিষ্টি ময়রা মিঠাই আর মোদক বাড়ির গোমড়া মুখো সিদ্ধার্থ দর্শকদের মন জিততে বেশি সময় নেয়নি। মিঠাই আর উচ্ছেবাবুর নাম ঘুরেছে মানুষের মুখে মুখে। সবথেকে বেশি সময় ধরে বাংলা সেরার তকমাটাও ধরে রেখে রেকর্ড গড়েছিল মিঠাই।
সময় এগিয়েছে, বদলেছে গল্প। টিআরপিরও হেরফের হয়েছে। আগামী জানুয়ারি মাসেই দু বছর পূর্ণ করবে মিঠাই। আর পাঁচটা সিরিয়াল যেখানে টিআরপির অভাবে মাত্র কয়েক মাস চলতে না চলতেই বিদায় নিচ্ছে, সেখানে মিঠাই এতদিন ধরে সেরা দশের টিআরপি তালিকায় জায়গা ধরে রেখেছিল।
সম্প্রতি ৭০০ পর্ব পূর্ণ করল মিঠাই। সেই উপলক্ষে সেটেই কেক কেটে উদযাপন করা হয়েছে। সোনালি রঙে মিঠাই লেখা একটি বড়সড় চকোলেট কেক আনা হয়েছিল। সিড, মিঠাই, তোর্সা, সোম, শ্রী, সৌমি সহ মনোহরার অনেক সদস্যকেই দেখা গেল সেলিব্রেশনে। সিড মিঠাই এর লুক দেখেই বোঝা যাচ্ছিল শুটের মাঝেই সময় করে সেলিব্রেশনে অংশ নিয়েছিলেন সকলে।
গত সপ্তাহেও সেরা দশের তালিকায় নাম ছিল মিঠাইয়ের। টিআরপি কমেছে আগের থেকে। তালিকার অনেকটাই নীচের দিকে নেমে এসেছে সিরিয়ালটি। কিন্তু মিঠাইয়ের জনপ্রিয়তা যে কমেনি তা বোঝা যায় বিভিন্ন ফ্যানপেজগুলো দেখলেই। জি বাংলায় এখন যেকটি সিরিয়াল চলছে তার মধ্যে সবথেকে পুরনো মিঠাই। নিত্য নতুন সিরিয়ালের ধাক্কায় যেকোনো দিন বিদায় দিতে হতে পারে ‘সিধাই’ জুটিকেও।
এর আগে একাধিক বার মিঠাই এর শেষ হয়ে যাওয়ার গুঞ্জন শোনা গিয়েছে। কিন্তু বরাবরই সেসব গুজব উড়িয়ে দিয়েছেন কলাকুশলীরা। তবে মিঠাই এর ৭০০ পর্ব পূরণ হতেই আবারো সিরিয়াল শেষ হওয়ার জল্পনা শুরু হয়েছে। দু বছর হওয়ার আগেই কি বিদায় নেবে সিড মিঠাইও? প্রশ্নটা ভাবাচ্ছে দর্শকদের।