মনোহরায় আসছে খুদে তুফান মেল! স্মৃতি হারাবে মিঠাই? অপেক্ষায় একগুচ্ছ চমক

Published On:

বাংলাহান্ট ডেস্ক: দেড় বছর আগে জি বাংলায় শুরু হয়েছিল একটি সিরিয়াল (Bengali Serial)। জনাই এর এক ময়রা পরিবারের মেয়ে, পরবর্তীকালে এক ময়রা পরিবারের বউ গোটা বাংলাকে নিজের ভক্ত বানিয়ে নেয়। হ্যাঁ ঠিকই ধরেছেন, ‘মিঠাই’ (Mithai) এর কথাই বলা হচ্ছে। এতদিন ধরে সারা বাংলার দর্শককে মুগ্ধ করে রেখেছে মিঠাই সহ গোটা পরিবার। নিত্য নতুন টুইস্টে দর্শকদের টিভি সেটের সামনে জমিয়ে রাখে এই সিরিয়াল।

দীর্ঘদিন ধরে একটানা বাংলা সেরা হয়ে থেকেছে মিঠাই। একটা সময় এমন পরিস্থিতি হয়েছিল যে মিঠাই ছাড়া অন্য কেউ বাংলা সেরা হবে একথা ভাবাই যেত না। কিন্তু সে অঘটনও ঘটেছিল। গত বেশ কয়েক সপ্তাহ একটু খারাপ ফর্মে ছিল মিঠাই। কিন্তু চলতি সপ্তাহের টিআরপি সমস্ত হিসেব বদলে দিয়েছে। ফের শীর্ষ স্থানে উঠে এসেছে মিঠাই।


রুদ্র নীপার রিসেপশনের দিন জেল পালানো খলনায়ক ওমি আগরওয়াল সিডকে লক্ষ‍্য করে গুলি ছোঁড়ে। কিন্তু উচ্ছেবাবুকে বাঁচিয়ে দিয়ে নিজে গুলি খেয়ে লুটিয়ে পড়ে মিঠাই। এতটা প্রোমোতে দেখেই নড়েচড়ে বসেছিল দর্শকরা। এখন দেখা যাচ্ছে, হাসপাতালে অচেতন হয়ে পড়ে রয়েছে মিঠাই।
এবার শোনা যাচ্ছে, মিঠাই আসলে অন্তঃসত্ত্বা। ওই অবস্থাতেই হাসপাতালে ভর্তি সে।

যথা সময়ে এক মেয়েও হবে মিঠাই সিদ্ধার্থের। দুজনের নাম মিলিয়ে তার নাম রাখা হবে সিমি। কিন্তু সবথেকে চমকে দেওয়ার মতো ব্যাপার হবে যে মিঠাইয়ের কিছুই মনে থাকবে না। দেখা যাবে, মিঠাইয়ের কিছুই মনে না থাকায় নিজের মেয়েকে নিয়ে মনোহরা ছেড়ে চলে যাবে।


এর মাঝেই দশ বছর এগিয়ে যাবে সিরিয়ালের গল্প। মিঠাইকে ছাড়া ততদিনে মনোহরার মেজাজটাই বদলে গিয়েছে। কিন্তু শেষমেষ সিড মিঠাই এর সন্তান সিমিই পুনর্মিলন করাবে নিজের বাবা মায়ের। কি পুরনো সিরিয়াল ‘কৃষ্ণকলি’র সঙ্গে মিল পাচ্ছেন? আসলে মিঠাই এর এই নতুন গল্প পুরোটাই ভক্তদের কল্পনা, যাকে বলে ফ্যান ফিকশন। সিরিয়ালে আপাতত অচেতন মিঠাইয়ের জ্ঞান ফেরানোর চেষ্টা করছে সিড সহ হল্লা পার্টি। তবে জুনিয়র তুফান মেল আসলে মন্দ হয় না।

সম্পর্কিত খবর

X