হাসপাতালে আজকাল ম্যানিকিওরও হয় নাকি! বাংলা সেরা হতেই ফের খোঁচা ‘মিঠাই’কে

Published On:

বাংলাহান্ট ডেস্ক: প্রায় প্রতিটি সিরিয়ালেই (Serial) হাসপাতালে ভর্তি হন পরিবারের কোনো না কোনো সদস্য। তারপর অদ্ভূত সব কাণ্ড করে তাকে সু্স্থ করে বাড়ি ফেরানো হয়। তবে অদ্ভূত ভাবে হাসপাতালেও অভিনেতা অভিনেত্রীদের মেকআপ থাকে একেবারে নিখুঁত। অসুস্থ, কোমায় চলে যাওয়া নায়িকাও মেকআপের গুণে থাকেন তরতাজা। এসব নিয়ে ট্রোল হয়ে থাকে প্রায়ই। এবার শিকার হল মিঠাই (Mithai)।

দর্শকরা সকলেই জানেন, কয়েকদিন ধরে হাসপাতালে ছোটাছুটি করতে হয়েছে মোদক পরিবারের সদস্যদের। ওমি আগরওয়ালের গুলিতে জখম হয়ে হাসপাতালে ভর্তি হয় মিঠাই। অস্ত্রোপচার সফল হলেও জ্ঞান ফিরছিল না মিঠাইয়ের। শেষে গোপালের ‘হেলেপ’এ গান গেয়ে কোমার মুখ থেকে তুফান মেলকে ফিরিয়ে এনেছে তার উচ্ছেবাবু।

এতদিন দুরন্ত মিঠাইকে চুপটি করে হাসপাতালে শুয়ে থাকতে দেখে মন খারাপ ছিল অনেকেরই। কিন্তু তার মধ্যেও কয়েকজন ট্রোল করতে ছাড়ছে না মিঠাইকে। তাদের প্রশ্ন, হাসপাতালে কি এখন ম্যানিকিওরও করা হচ্ছে? আসলে মিঠাই যখন ভর্তি হয় হাসপাতালে তখন তার হাতের নখে সুন্দর করে লাল নেলপলিশ লাগানো ছিল। কিন্তু তারপরের পর্বে দেখা যায় লালের বদলে হালকা গোলাপি জেলপলিশ লাগিয়ে ছোট করা কাটা নখগুলো। অচেতন মিঠাইয়ের মুখেও হালকা মেকআপ।

স্ক্রিনশট তুলে একজনের কটাক্ষ, সুপার স্পেশালিটি হাসপাতালে এখন হয়তো মেকআপের সঙ্গে ম্যানিকিওরও করানো হয়। তবে সঙ্গে এও লেখা হয়েছে, কাউকে অপমান বা কারোর আবেগে আঘাত করার জন্য পোস্টটি করা হয়নি। শুধু মজা করাই উদ্দেশ্য।

যদিও মিঠাই ভক্তরা এটাকে একেবারেই মজা হিসাবে নিতে চাননি। কেউ যুক্তি দিয়ে বলেছেন, হাসপাতালে ভর্তি হলেহলেন চিকিৎসকদের পরীক্ষা নিরীক্ষার সুবিধার জন্য নেলপলিশ তুলে নখ ছোট করে দিতে হয়। আবার কারোর মতে, সৌমিতৃষা এত সুন্দর অভিনয় করছেন। সেটার প্রশংসা না করে খুঁত ধরে বেড়ানোটা উচিত নয়।

সম্পর্কিত খবর

X