হলিউড গায়িকার চ‍্যালেঞ্জ নিয়ে চুটিয়ে নাচলেন মিথিলা পালকর, মুহূর্তে ভাইরাল ভিডিও

Published On:

বাংলাহান্ট ডেস্ক: মিথিলা পালকর (mithila palkar), ওয়েব সিরিজের দৌলতে এই নামটার সঙ্গে অনেকেই পরিচিত হয়ে গিয়েছেন। ‘লিটিল থিংস’ ওয়েব সিরিজ থেকেই তুঙ্গে ওঠে তাঁর জনপ্রিয়তা। এরপরে কারভাঁ নামে একটি ছবিতেও অভিনয় করতে দেখা যায় তাঁকে।


মিথিলার অভিনয় দক্ষতা নিয়ে তো নতুন করে কিছুই বলার নেই। তাঁর মিষ্টি হাসিতে মন ভুলেছে সকলেরই। আর এবার নাচ দিয়ে অনুরাগীদের মন ভোলালেন তিনি। হলিউড গায়িকা জেনিফার লোপেজের ভাইরাল গানের চ‍্যালেঞ্জ গ্রহণ করে নিজের মতো করে নাচলেন মিথিলা।

https://www.instagram.com/p/B-i7JPOlmV4/?igshid=diz1kxeqmc6o

https://www.instagram.com/p/B-vwnMgFta9/?igshid=1ezp4kq86wa5

অভিনেত্রীর ছিপছিপে চেহারায় এমন দুরন্ত শরীরী মোচড় দেখে রীতিমতো অবাক হয়ে গিয়েছেন নেটিজেনরা। নিজের ইনস্টা হ‍্যান্ডেলে এই ভিডিও শেয়ার করেছেন তিনি। আর বলা বাহুল‍্য পোস্ট করার সঙ্গে সঙ্গেই তা ভাইরাল হয়ে গিয়েছে।

https://www.instagram.com/p/B90bETalY8H/?igshid=b82o5bi7t7r0

https://www.instagram.com/p/B_Bs1nEFKig/?igshid=8l9229xtk8g1

ইতিমধ‍্যেই ১১ লক্ষ ভিউ হয়ে গিয়েছে এই ভিডিওর। অনুরাগীরা প্রশংসায় ভরিয়ে দিয়েছেন মিথিলাকে। তিনি যে নাচতে খুবই পছন্দ করেন তা আগেই জানিয়েছিলেন অভিনেত্রী। তবে কোনওদিনও সেভাবে কোনও প্রশিক্ষকের কাছে নাচ শেখেননি তিনি‌‌। যা শিখেছেন সবই ভিডিও দেখে। এই লকডাউনে বাড়িতে বন্দি হয়ে তাই নাচের চ‍্যালেঞ্জ নিয়েই ফেলেছেন মিথিলা।

সম্পর্কিত খবর

X