‘বাঘের বাচ্চা, কাজের ছেলে” সৌমিত্র খাঁর প্রশংসায় পঞ্চমুখ মহাগুরু! বড় দায়িত্ব পেলেন সাংসদ

বাংলাহান্ট ডেস্ক : ‘ও ব্যাটা বাঘের বাচ্ছা আছে!’, সৌমিত্র খাঁ ( Soumitra Khan) সম্পর্কে প্রশংসায় পঞ্চমুখ মহাগুরু মিঠুন চক্রবর্ত্তী (Mithun Chakrabarty) শুক্রবার বিকেলে সোনামুখীর নিত্যানন্দপুর ফুটবল মাঠে দলীয় কর্মসূচীতে বক্তব্য রাখতে গিয়ে মিঠুন বললেন, ‘সৌমিত্রকে অনেক দিন ধরেই চিনি, ও বাঘের বাচ্ছা’। সবার শুরুতেই বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁকে দরাজ সার্টিফিকেট দিয়ে দিলেন তিনি। মহাগুরুর প্রশংসা পেয়ে গদগদ হয়ে পড়লেন সৌমিত্র নিজেও।এরই সঙ্গে জংগলমহলে দলের সংগঠন তৈরির প্রধান দায়িত্ব পেলেন বিষ্ণুপুরের সাংসদ।

বিজেপির জাতীয় কর্মসমিতির অন্যতম সদস্য মিঠুন চক্রবর্ত্তী বঙ্গ সফরে রয়েছেন। তিনি নিজে কথা বলার চেয়ে মানুষের কথা শুনছেন অনেক বেশী। সোনামুখীর নিত্যানন্দপুরেও তার ব্যতিক্রম হল না। ওই এলাকার মানুষের অভাব-অভিযোগের কথা মন দিয়ে শুনলেন, সমাধানের উপায়ও বলে দিলেন। তবে এদিনের সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় অসুস্থ এক শিশুর মায়ের আবেদনে সাড়া দিয়ে তিনি তার চিকিৎসার সমস্ত ব্যবস্থা করার প্রতিশ্রুতি দিলেন।

আজ শুক্রবারের সভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ‘জেলবন্দি’ অনুব্রত মণ্ডলকে ‘পাঁঠা’ বলে সম্বোধন করেন। একই সঙ্গে নিত্যানন্দপুরের তাঁদের জমায়েতের বোলপুরে বেশী লোকের সভা করার চ্যালেঞ্জ তৃণমূলকে ছুঁড়ে দেন তিনি।একই সঙ্গে তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের বৌ-য়েদের পাঁচশো টাকা দিয়ে ওই দলের নেতাদেরবান্ধবীদের বাড়িতে কোটি কোটি টাকা। রাজ্যে বেকারের সংখ্যা ক্রমবর্ধমান। বিজেপি ক্ষমতায় এলে শিল্প হবে, হবে কর্মসংস্থান। সঙ্গে সুষ্ঠ নিয়োগ প্রক্রিয়া জারি থাকবে বলেও তিনি দাবি করেন।

অন্যদিকে এদিন সুকান্ত মজুমদার দাবি করেন, ‘দিদি এই রাজ্যটাকে মাতালের রাজ্যে পরিনত করতে চলেছেন’। ‘ঢুক ঢুক পিও-যুগ যুগ জিও’, তাই মদ আমাদের ভবিষ্যৎ, মাতাল আমাদের বর্তমান’। তাই পেট্রোল-ডিজেলের দাম না কমিয়ে মদের দাম রাজ্য সরকার কমাচ্ছে বলেও তিনি দাবি করেন। এদিনের এই সভায় মিঠুন চক্রবর্ত্তী, সুকান্ত মজুমদার ছাড়াও উপস্থিত ছিলেন বাঁকুড়ার সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃ সুভাষ সরকার, বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ, দলের বিধায়ক, পদাধিকারী সহ অন্যান্যরা।

প্রসঙ্গত, সৌমিত্র খাঁ বরাবরের লড়াকু নেতা হিসাবে এলাকায় পরিচিত। স্পষ্টবক্তা হিসাবে রাজনীতি মহলে বেশ নামডাকও রয়েছে তাঁর। মাঝে মধ্যেই তৃণমূল আক্রমণ করেন সৌমিত্র। শুধু তৃণমূল নয়, যখন যেখানে অন্যায় দেখেন সেখানেই সরব হন তিনি। এমনকি সময়ে সময়ে নিজের দলের বিরুদ্ধেও অন্যায়ের প্রতিবাদ করতে বহুবার দেখা গেছে তাঁকে। সেই সৌমিত্র খাঁকেই এবার বাঘের বাচ্ছা বলে সম্বোধন করলেন মিঠুন চক্রবর্তী।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর