জেলে যাওয়ার ভয়ে ম্যানেজ করছেন মুখ্যমন্ত্রী! শুভেন্দু-মমতার সাক্ষাৎ নিয়ে বিস্ফোরক সুজন

বাংলা হান্ট ডেস্কঃ গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) ‘সৌজন্যমূলক’ সাক্ষাৎকার ঘিরে জোর জল্পনার সৃষ্টি হয়েছে গোটা বাংলায়। তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) এবং পদ্মফুল শিবিরের এই নয়া রাজনৈতিক সমীকরণ নিয়ে একাধিক প্রতিক্রিয়া এসেছে প্রকাশ্যে আর অবশেষে এই নিয়ে মুখ খুললেন বাম নেতা সুজন চক্রবর্তী (Sujan Chakraborty)।

গতকাল বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে তাঁর কক্ষে পৌঁছে যান শুভেন্দু অধিকারী এবং বিজেপির আরও তিন বিধায়ক। পরবর্তীতে এই সাক্ষাৎকে ‘সৌজন্যমূলক’ বলে ব্যাখ্যা করেন দুই পক্ষই। যদিও সাম্প্রতিক সময়ে যেখানে একের পর এক ইস্যুকে কেন্দ্র করে তৃণমূল বনাম বিজেপির দ্বন্দ্ব চরমে, সেই মুহূর্তে দাঁড়িয়ে এই সৌজন্যতা ঘিরে জোর চর্চার শুরু হয় সর্বত্র।

তবে কি এবার মিটতে চলেছে কেন্দ্র বনাম রাজ্য সংঘাত, এ বিষয়ে অবশ্য বিশেষ কোনো প্রতিক্রিয়া দিতে চায়নি তৃণমূল কিংবা বিজেপি কোনো পক্ষই। তবে এদিন অবশেষে মুখ খুলে বাম নেতা সুজন চক্রবর্তী বলেন, “মমতা কিংবা শুভেন্দু নিয়ে কিছু বলার পক্ষপাতী আমি না। আসলে অতীতে একজন বলছিলেন কম্পার্টমেন্টাল পাশ আর আরেকজন বলছিলেন লোডশেডিং পাশ। সারা বছর ধরে এই বিতর্ক চলতে চলতে এখন দেখা যাচ্ছে তারা দারুন বন্ধু। এখন আবার হয়ে গিয়েছে স্নেহের ভাই (গতকাল শুভেন্দুকে ‘ভাই’ বলে সম্বোধন করেন মুখ্যমন্ত্রী)। তা স্নেহের ভাই না ভাইপো? এখন মনে হয়, মুখ্যমন্ত্রীর দুটোই খুব প্রয়োজন।”

পরবর্তীতে শুভেন্দু-মমতার সাক্ষাৎ ইস্যুতে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন সিপিএম নেতা। তিনি বলেন, “উনি বুঝে গিয়েছেন যে, একা ভাইপোতে হবে না। সেই জন্যই স্নেহের ভাইপো। আসলে ধরা যখন পড়েই গিয়েছেন, সেই কারণে কোন না কোন ভাবে ম্যানেজ করার চেষ্টা করা হয়ে চলেছে, যাতে পিসি এবং ভাইপোকে জেলে যেতে না হয়।”

mamata sujan

প্রসঙ্গত, গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে বিধানসভায় তাঁর কক্ষে পৌঁছে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সাম্প্রতিক সময়ের রাজনৈতিক প্রেক্ষাপটে যে ঘটনাটিকে অত্যন্ত প্রাসঙ্গিক বলে মনে করা হচ্ছে। পরবর্তীতে মুখ্যমন্ত্রীর পায়ে হাত দিয়ে নমস্কার করার পাশাপাশি উক্ত সাক্ষাৎকে ‘সৌজন্যমূলক’ বলেই দাবি করেন দুজনে। তবে এর মাঝেই এ প্রসঙ্গে এবার মমতা-শুভেন্দুকে কটাক্ষ করলেন সুজন চক্রবর্তী।

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর