বৌমার সাফল্যে শ্বশুরের হাত, মিঠুনের এই পরামর্শ মেনেই আজ জনপ্রিয়তার চূড়ায় মাদলসা

বাংলাহান্ট ডেস্ক: মাদলসা শর্মা (Madalsa Sharma), হিন্দি টেলিভিশনের দৌলতে নামটা পরিচিত হয়ে উঠেছে ঘরে ঘরে। ‘অনুপমা’ সিরিয়ালে খলনায়িকা কাব্যার চরিত্রে অভিনয় করছেন তিনি। এই সিরিয়াল তাঁকে রাতারাতি আকাশ ছোঁয়া খ্যাতি এনে দিয়েছে। তবে নিজের অভিনয় দক্ষতা ছাড়াও আরো একটি কারণে মাদলসা চর্চিত নাম হয়ে উঠেছেন ইন্ডাস্ট্রিতে। তিনি মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty) বড় পুত্রবধূ।

মহাক্ষয় চক্রবর্তী ওরফে মিমোর স্ত্রী হলেন মাদলসা। স্বামী অভিনয় জগতে সুবিধা করতে না পারলেও স্ত্রী শ্বশুরমশাইয়ের মান রেখেছেন। অবশ্য এর জন্য বাবা মিঠুনকেই কৃতিত্ব দেন মিমো। তিনিই নাকি বৌমাকে পরামর্শ দিয়েছিলেন অনুপমা সিরিয়ালের প্রস্তাব গ্রহণ করে নিতে। তাঁর পরামর্শ মেনেই আজ এত রমরমা মাদলসার, বক্তব্য মিমোর।

madalsa

সম্প্রতি এক সাক্ষাৎকারে স্ত্রীর অভিনয় কেরিয়ার নিয়ে কথা বলতে দেখা যায় মহাক্ষয়কে। তিনি জানান, লকডাউনের সময়ে অনুপমা সিরিয়ালের কাব্যা চরিত্রটিতে অভিনয়ের প্রস্তাব আসে মাদলসার কাছে। তখনি মিঠুন তাঁকে বলেছিলেন, টেলিভিশনে সুযোগ পেলে সেটা কখনো না হারাতে। তাঁর নিজেরও কামব্যাক ছিল ছোটপর্দার মাধ্যমেই।

রিয়েলিটি শো ডান্স ইন্ডিয়া ডান্স নতুন করে জনপ্রিয়তা এনে দিয়েছিল মিঠুনকে। তরুণ প্রজন্মের কাছে মহাগুরু হয়ে উঠেছিলেন তিনি। এখনো টেলিভিশনের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। মিঠুনের কথা রেখেছিলেন মাদলসা। আর তাঁর দেখানো পথেই হেঁটেই আজ এত জনপ্রিয়তা তাঁর। মিমো জানান, বাড়িতে দু দন্ড বসার সময় পর্যন্ত নেই মাদলসার। এত ব্যস্ত তিনি।

শুধু মাদলসার ক্ষেত্রে নয়, এদিন বাবা হিসেবেও মিঠুনকে প্রশংসায় ভরান তাঁর বড় ছেলে। তিনি জানান, আশির দশকে প্রচুর বি গ্রেড ছবিতে অভিনয় করেছিলেন মিঠুন। মূলত টাকার জন্যই সেগুলো করতে বাধ্য হয়েছিলেন তিনি। মিমো জানান, বলিউড থেকে শুরু করে দক্ষিণী ইন্ডাস্ট্রির সদস্যরাও তাঁর বাবার হোটেলে থাকতেন। সবসময় লোক লেগেই থাকত।

তাই টাকার জন্য ওই ছবিগুলো করতে হত মিঠুনকে। কিন্তু এমন কখনো হয়নি যে তাঁর জন্য প্রযোজকরা ক্ষতির মুখ দেখেছেন। মিমো বলেন, মিঠুনকে কখনো বসে থাকতে দেখেননি তিনি। এই বয়সে এসেও তিনি ডান্স বাংলা ডান্স, ডান্স ইন্ডিয়া ডান্স করছেন। আর এসবই যে ছেলেমেয়ে, পরিবারের মুখ চেয়ে সেটাও জানেন মিমো।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর