বাংলাহান্ট ডেস্ক : একটা বড় আইনি জটিলতা থেকে আপাতত স্বস্তি পেলেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। আর্থিক প্রতারণার অভিযোগে চিৎপুর থানায় মামলা দায়ের হয়েছিল তাঁর বিরুদ্ধে। সেই মামলায় কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল, আপাতত কোনও পদক্ষেপ করা যাবে না মিঠুনের (Mithun Chakraborty) বিরুদ্ধে। পাশাপাশি রাজ্যের কাছে কেস ডায়েরি চেয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত।
কলকাতা হাইকোর্টে বড় স্বস্তি মিঠুনের (Mithun Chakraborty)
একটি আর্থিক প্রতারণার অভিযোগে চিৎপুর থানায় অভিযোগ দায়ের হয় মিঠুনের (Mithun Chakraborty) বিরুদ্ধে। সেই অভিযোগ খারিজের আর্জি নিয়েই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন মিঠুন। বুধবার বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে মামলা উঠলে আদালত স্পষ্ট জানায়, তদন্ত যেমন চলার চলবে। কিন্তু এখন কোনও পদক্ষেপ করা যাবে না মিঠুনের (Mithun Chakraborty) বিরুদ্ধে।
কী বলল আদালত: একই সঙ্গে এই মামলায় রাজ্যকেও সময় বেঁধে দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি এদিন বলেন, ৩ রা সেপ্টেম্বরের মধ্যে কেস ডায়েরি জমা করতে হবে রাজ্যকে। এই মামলায় এবার বড় স্বস্তি পেলেন মিঠুন (Mithun Chakraborty)। কিছুদিন আগেই বিজেপির হয়ে প্রচারে নামার কথাও জানিয়েছিলেন তিনি। ভোটের আবহে আইনি জটিলতা থেকে আপাতত রেহাই পেলেন মিঠুন।
আরও পড়ুন : ভিন রাজ্যে বাঙালি হেনস্থার প্রতিবাদ মিছিল, ঝাড়গ্রামে আজ ঠাসা কর্মসূচি মমতার
বিজেপির হয়ে প্রচার করছেন মিঠুন: রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত না হলেও বিজেপির হয়ে একাধিক বার প্রচার করতে দেখা গিয়েছে মিঠুনকে (Mithun Chakraborty)। বর্তমানে দলের বেশ কিছু জায়গায় যাচ্ছেন তিনি প্রচারের জন্য। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সম্প্রতি অভিনেতা বলেন, ‘আমি কর্মীদের বলেছি মার খেয়ে আসবেন না। পালটা মার দিয়ে আসবেন’।
আরও পড়ুন : এক বছর পর ফের নবান্ন অভিযান, ‘অভয়া’র বাবা মায়ের কর্মসূচি আটকাতে জোড়া জনস্বার্থ মামলা হাইকোর্টে
পাশাপাশি ভোটার তালিকা সংশোধন নিয়েও মুখ খোলেন মিঠুন। তিনি বলেন, নির্বাচন কমিশন যেটা বলছে সেটাই হবে। যত চুরি ছিল সব বন্ধ হয়ে যাবে, ভুয়ো ভোট বন্ধ হয়ে যাবে।