‘ডান্স বাংলা ডান্স’র মঞ্চে চোখে জল মিঠুনের! ছোটবেলার স্কুল দিল ‘দুর্মূল্য’ উপহার

বাংলা হান্ট ডেস্ক : নস্টালজিয়ায় (Nostalgia) ভাসতে কে না ভালোবাসে না। আর তা যদি আবার হয় শৈশবের কোনও স্মৃতি। মুহুর্তের অতীতে ডুবকি দিয়ে মজাদার সব স্মৃতি তুলে আনতে আমরা সকলেই ভালোবাসি। সম্প্রতি এমনটাই হয়েছে বাংলার মহাগুরু মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty) সঙ্গেও। ডান্স বাংলা ডান্স-র (Dance Bangla Dance) মঞ্চে হাজির হয়ে গেল মিঠুনের ছোটবেলার স্কুল।

আলসে এইদিন শো-টির দর্শকদের আসনে যারা বসেছিলেন তাদেরকে নিয়েই ঘটনার সূত্রপাত। হঠাৎ মিঠুন সবার থেকে জানতে চান, তারা কোন স্কুল থেকে এসেছেন। উত্তর আসে ওরিয়েন্টাল সেমিনারি বয়েজ স্কুল। এইদিন এই নামকরা স্কুলের ছাত্র এবং শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা উপস্থিত ছিলেন। এটা শুনেই স্মৃতির অতলে তলিয়ে গেলেন মিঠুন।

আসলে অনেকেই হয়ত জানেননা যে, ওই স্কুলেই মিঠুন ওয়ান থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত পড়াশোনা করেছেন। আর তাতেই নস্টালজিয়ায় ভাসল গোটা মঞ্চ। কারণ এইদিন মিঠুনের জন্য আনা হয়েছিল বেশ কিছু উপহারও। যারমধ্যে একটি হল মহাগুরুর অ্যাডমিশনের কাগজ। যে কাগজে ছিল মিঠুনের বাবার হাতের সই।

আরও পড়ুন : ‘কেকে-র ঘটনার পর কথা বলতে ভয় পাই’, ছারখার রূপঙ্করের জীবন! মুখ খুললেন গায়ক

এই কাগজ এতদিন সযত্নে রক্ষিত ছিল স্কুলে। এতদিন পর তা খুঁজে বার করে মহাগুরুর হাতে তুলে দিয়ে যান তারা। কাগজটিতে আরও বেশ কয়েক জন ছাত্রের ভর্তির প্রমাণ-সহ মিঠুনের নামও রয়েছে। আর এটি দেখেই আবেগতাড়িত হয়ে পড়েন মিঠুন। তিনি জানান, বাবার সই দেখে তার মন ভার হয়ে গেছে‌। আজকে তার কাছে সব থাকলেও তার বাবা নেই।

আরও পড়ুন : বিয়ের পিঁড়ি থেকে কনে নিয়ে চম্পট, লম্বা বিরতির পর কামব্যাক করছেন স্টার জলসার এই জনপ্রিয় অভিনেত্রী

mithun chakraborty says he has become picky with his projects chooses films that shake him up

এসব ছাড়াও স্কুল কর্তৃপক্ষের কাছে রয়েছে মিঠুনের উচ্চমাধ্যমিকের শংসাপত্র। তারা সেটিকেও সযত্নে তুলে রেখে দিয়েছিলেন। অনুষ্ঠানের মঞ্চে সেটিও তুলে দেওয়া হয় তার হাতে। মিঠুন জানান, এই মুহূর্তটি তাঁর কাছে খুব দামি। আর এই মূল্যবান মুহুর্তটি উদযাপন করার জন্য সবাইকে ডেকে নেন মঞ্চে। সকলের সাথে ছবিও তোলেন।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর