নো শাহরুখ, নো অমিতাভ! রাশিয়ার কাছে বলিউড হিরো এই বঙ্গ সন্তান, কে সেই ব্যক্তি?

বাংলা হান্ট ডেস্ক: বলিউড হিরো মানেই একজনের নামেই খামোশ গোটা ইন্ডাস্ট্রি। আর তিনি কে? ওয়ান অ্যান্ড ওনলি শাহরুখ খান। তবে শুধু তিনি একাই নন, বলিউডের পরিচয় মানেই সল্লু ভাই অর্থাৎ সালমান খান, বিগ বি অমিতাভ বচ্চন, গ্রীক অফ গড হৃত্বিক রোশন। এদের সকলের পরিচিতি দেশ ছাড়িয়ে বিদেশে পৌঁছে গিয়েছে। তবে রাশিয়াই একটি মাত্র দেশ যেখানে শাহরুখ কিংবা সালমান নয়, বলিউডের হিরো হচ্ছেন আমাদের বঙ্গ পুত্র। তার এক নামেই রাশিয়াতে রীতিমতো ঝড় ওঠে। ৮০ দশক থেকে শুরু করে এখনো এই ব্যক্তির জনপ্রিয়তা পুতিনের দেশ তুঙ্গে। এখন প্রশ্ন কে এই ব্যক্তি? কি তাঁর পরিচয়? চলুন দেখে নিই আজকের প্রতিবেদনে।

রাশিয়ার কাছে একমাত্র বলিউড হিরো এই বঙ্গ সন্তান (Mithun Chakraborty)

রাশিয়ায় কোন অভিনেতার জনপ্রিয়তা তুঙ্গে? সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাশিয়া সফরে যান। আর সেখানেই মোদী বলেন তিনি বিগত ১০ বছরের মধ্যে ৬ বার রাশিয়ায় এলেন। আর ১৬ বার দেখা হয়েছে পুতিনের সাথে। এমন কথোপকথনের মধ্যে দিয়ে ভারতের বলিউডের গান, নাচ, সিনেমার কথা উঠে। আর সেই সময়ই বলিউডের কথা উল্লেখ করতে গিয়েই ডিস্কো ড্যান্সার অর্থাৎ প্রবীণ অভিনেতা মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty) নাম উল্লেখ করেন।

রাশিয়ার সঙ্গে বলিউডের যোগসূত্র অনেকটাই। আর তখনই প্রধানমন্ত্রী বলেন, রাশিয়ায় মিঠুন চক্রবর্তীর জনপ্রিয়তা এখনো সেই তীব্র মাত্রায় রয়েছে। তবে মিঠুন চক্রবর্তীকে (Mithun Chakraborty) এখানকার সকলে চেনেন “জিমি” বলে। এমনটাই বলেন তিনি রাশিয়ার সফরে গিয়ে।

হ্যাঁ সেই মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) যিনি একসময় আর্থিক অভাবের কারণে দিন গুজরান করেছেন অতি কষ্টে। দুবেলা খাবার খেতে গেলেই পকেটের টান ধরত তাঁর। এমনকি, এই আর্থিক অভাবের কারণেই একসময় অভিনয় জগতে তিনি লুপ্ত হয়ে পড়েছিলেন। তবুও হার না মানার জেদ আজ বাংলার ফাটাকেষ্টকে বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছে। বিশেষ করে তিনি রাশিয়ার মানুষদের কাছে বলিউডের ভগবান। শাহরুখ থেকে সালমান, অমিতাভ সকলকে এখনো টক্কর দিচ্ছেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)।

আরও পড়ুন: ক্রুশাল অতীত, অদ্রিজার জীবনে নতুন মানুষ! কার সঙ্গে ছুটি কাটাচ্ছেন বিদেশে?

রাশিয়ায় মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) যে “জিমি” নামে পরিচিত সেটি হচ্ছে তাঁর একটি সিনেমার চরিত্রের নাম। ১৯৮২ সালে হল কাঁপানো ছবি “ডিস্কো ড্যান্সার”-এ অভিনেতার নাম ছিল জিমি। আর সেই থেকেই তিনি রাশিয়ান সকল ভক্তদের কাছে হয়ে ওঠেন জিমি। এমনকি যখন এই সিনেমা ভারত জুড়ে সারা ফেলে দিয়েছে সেই সময় সোভিয়েত লিডার মিখাইল গরবাচেভ ভারতে সফরে আসেন। আর সেই সময় অমিতাভ বচ্চনের সঙ্গে তিনি আলাপ করেন। মাঝখানে তিনি বলে ওঠেন, “আমার মেয়ে কিন্তু মিঠুনকেই চেনেন।” অর্থাৎ সেই ৮০ এর দশক থেকে আজ বিংশ শতকে দাঁড়িয়েও মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty) প্রভাব কাটিয়ে উঠতে পারেনি রাশিয়ান ভক্তরাও।

Mithun

তবে শুধু রাশিয়ান ভক্তরাই নন, আজও ভারতীয় তরুণীরা মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty) যৌবনকালের ছবি দেখলে লাট্টু হয়ে যায়। সিনেমার সামনে বসলে যেন চোখই ফেরানো যায় না। বয়সের ভারে প্রবীণ অভিনেতা এখন ঝুঁকে গেলেও, তার অনবদ্য সিনেমা, নাচের কথা ভোলা যায়নি, আর আগামী দিনেও যাবে না।


Sunanda Manna
Sunanda Manna

সুনন্দা মান্না, বাংলা হান্টের স্ক্রিপ্ট রাইটার। গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতা করার পর থেকেই সংবাদ মাধ্যমে কাজ শুরু। দেশ থেকে বিদেশ, রাজনীতি, বিনোদন বিভিন্ন তথ্যই আপনাদের কাছে তুলে দেওয়া আমার মূল লক্ষ্য।

সম্পর্কিত খবর