বাংলাহান্ট ডেস্ক: পঞ্চায়েত নির্বাচনের আগে বড় দায়িত্ব চেপেছে মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty) কাঁধে। বিজেপির কার্যকরী কমিটির সদস্য হয়ে রাজ্যের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন তিনি। সভা সমিতিতে মহাগুরুকে দেখার জন্য উপচে পড়ছে ভিড়। নিজের ছবির জনপ্রিয় সব ডায়লগ বলে শীতের দুপুরে উত্তাপ বাড়াচ্ছেন মিঠুন। এবার রাজ্যের শাসক দলের উদ্দেশ্যে তিনি হুঙ্কার দিলেন, কাটমানি খেতে এলে বাঘের মতো দাঁড়িয়ে থাকব।
রবিবার হুগলির চণ্ডীতলায় দলীয় সভায় এসেছিলেন মিঠুন। আবাস যোজনা দুর্নীতিতে মঞ্চ থেকেই তৃণমূলকে কটাক্ষ করে বলেন, কেন্দ্র থেকে যে টাকা পাঠানো হয় তাতেও এরা কাটমানি খায়। কিন্তু এখানে তিনি বাঘের মতো দাঁড়িয়ে থাকবেন। এরপরেই মিঠুন অনুরোধ করেন, একবার বিশ্বাস করে বিজেপিকে ভোট দিতে।
নিজেকে দলের একজন ক্যাডার বলে দাবি করে মিঠুন বলেন, যে কোনো ধর্ম বা পার্টির লোক হোক না কেন, লোকসভা পর্যন্ত যাওয়ারই দরকার নেই। এই দাদার কথা বিশ্বাস করে পঞ্চায়েত ভোটে একবার বিজেপিকে জিতিয়ে দেখুক সবাই। কাঁচা বাড়ি পাকা হবে, পাশাপাশি যোগ্যদের চাকরি আর মেয়েদের নিরাপত্তা দেওয়ারও প্রতিশ্রুতি দেন মিঠুন।
আবাস যোজনায় দুর্নীতির অভিযোগে উত্তাল বিভিন্ন জেলা। তৃণমূল নেতা নেত্রীরাও পড়ছেন বিক্ষোভের মুখে। শাসক দলের নেতা নেত্রীদের পাকা বাড়ি থাকা সত্ত্বেও আবাস যোজনার তালিকায় নাম থাকার অভিযোগ উঠছে। তীব্র ব্যঙ্গ করে মহাগুরু এদিন বলেন, এরা বাথরুম পর্যন্ত তুলে নিয়ে চলে যাচ্ছে।
পরের বছরই লোকসভা নির্বাচন। প্রধানমন্ত্রীর আসনে কাকে দেখা যাবে এবার? জোর গলায়গলায় মিঠুনের ঘোষনা, যতদিন মোদী ম্যাজিক থাকবে ততদিন ভারত বিজেপি শাসিত দেশ থাকবে। তবে শুধু লোকসভা ভোট নয়, পঞ্চায়েত নির্বাচনেও বিজেপির জয়জয়কার চাই।