বাংলাহান্ট ডেস্ক: বাংলায় মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসাবে বিজেপির (bjp) হয়ে নির্বাচনে দাঁড়াতে পারেন মিঠুন চক্রবর্তী (mithun chakraborty), বিজেপিতে যোগ দেওয়ার পর তুঙ্গে উঠেছে এই জল্পনা। আজ রবিবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্রিগেডের জনসভায় আনুষ্ঠানিক ভাবে বিজেপিতে যোগ দিয়েছেন তিনি। মঞ্চে বক্তব্য রাখার সময়ও পরোক্ষে ইঙ্গিত দিয়েছেন নির্বাচনে লড়ার।
এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নিজেই নির্বাচনে লড়ার জল্পনা আরো উসকে দিলেন মিঠুন। এক সময়ে তৃণমূলের হয়ে সাংসদ পদে নির্বাচিত হয়েছিলেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘বোন’ বলেও সম্বোধন করতেন।
এবার তিনি বললেন তৃণমূলে যোগ দেওয়াটা খারাপ সিদ্ধান্ত ছিল তাঁর। তবে তৃণমূলের ব্যাপারে কটু কথা তিনি বলতে চান না। সিনেমার মতো এবার বাস্তবেও কি ‘মিনিস্টার ফাটাকেষ্ট’কে দেখা যেতে পারে? জল্পনা একেবারে উড়িয়ে দেননি মিঠুন।
গেরুয়া শিবিরে যোগ দিয়ে মিঠুন বক্তব্য রাখতে গিয়ে বলেন, এই দিনটা তাঁর কাছে স্বপ্নের মতো। তাঁর কথায়, “জীবনে কিছু একটা করার স্বপ্ন দেখেছিলাম। কিন্তু এটা ভাবিনি যে ভারতের তাবড় তাবড় নেতাদের সঙ্গে মঞ্চে থাকব। কিছুক্ষণ পরেই আসবেন বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের বৃহত্তম নেতা নরেন্দ্র মোদী।”
মিঠুন আরো বলেন, “১৮ বছর বয়সে একটা স্বপ্ন দেখেছিলাম। গরিবদের জন্য কিছু করার স্বপ্ন দেখেছিলাম। আজ যেন সেই স্বপ্নটা আবার দেখতে পাচ্ছি। কেউ অধিকার ছিনিয়ে নিতে পারবেন না। আমার মতে, বাংলায় যাঁরা থাকেন, তাঁরা সবাই বাংলার মানুষ। মারব এখানে, লাশ পড়বে শ্মশানে চলবে। আমি জলঢোড়াও নই, বেলেবোরাও নই, আমি জাত গোখরো, এক ছোবলে ছবি। এবার এটাই হবে।”