বাংলা হান্ট ডেস্কঃ ডায়মন্ড হারবারের সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে তোলপাড় রাজ্য রাজনীতি। তাঁর দাবি, ২০২৬-এ বিজেপি (BJP) ৫০টির বেশি আসন পাবে না। এই মন্তব্যের জবাবে পালটা বোমা ফাটালেন অভিনেতা ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। তাঁর সাফ কথা, ভুয়ো ভোটার বাদ গেলে তৃণমূল (TMC) ৭০টাও পাবে না। শুধু তাই নয়, বাংলায় অনুপ্রবেশের ভয়াবহ ছবিও তুলে ধরেছেন তিনি। তৃণমূলের বিরুদ্ধে মুখ খোলার পাশাপাশি সাধারণ মানুষের উদ্দেশে দিয়েছেন নম্বর, যাতে কোনও অনুপ্রবেশ বা আক্রমণের খবর সরাসরি তাঁর কাছেই পৌঁছয়।
বাংলার ভোটার তালিকায় সবচেয়ে বেশি অনুপ্রবেশ, দাবি মিঠুনের (Mithun Chakraborty)
মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty) দাবি, সারা দেশে সবচেয়ে বেশি অনুপ্রবেশকারী রয়েছেন বাংলার ভোটার তালিকায়। তাঁর অভিযোগ, “এই অনুপ্রবেশের পিছনেই তৃণমূলের ভোটব্যাঙ্ক দাঁড়িয়ে। তাই এদের বাদ দিতে গেলেই ওদের আসন নামবে ৭০-এর নিচে।” তৃণমূল এই ইস্যুকে কাজে লাগিয়ে এখন ভোটের আগে সহানুভূতি আদায় করতে চাইছে বলেও দাবি তাঁর।
কর্মীদের বার্তা, সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করুন
অনুপ্রবেশ ঠেকাতে এবার সরাসরি এলাকাভিত্তিক তৎপরতা চান মিঠুন। তাঁর আবেদন, “প্রতিটি এলাকায় খোঁজখবর নিন, কারা বেআইনিভাবে রয়েছেন।” সাধারণ মানুষ যাতে ভয় না পান, সেজন্য তিনি নিজের দুই ব্যক্তিগত নম্বরও দিয়েছেন, যাতে কেউ অনুপ্রবেশকারী বা রাজনৈতিক আক্রমণের শিকার হলে তাঁর সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন।
আরও পড়ুনঃ স্বর্ণকলমে খোদাই দিদির মুখ, কেনাকাটায় ছাড় ঘোষণা প্রস্তুতকারী সংস্থার
ভিন রাজ্যে বাঙালিদের উপর অত্যাচারের অভিযোগ তুলে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন। তবে সেই দাবি খারিজ করে মিঠুন (Mithun Chakraborty) বলেন, “কোনও বাঙালির উপর কোনও অত্যাচার হয়নি। সবটাই রাজনীতির খেলা।” সামনে নির্বাচন, তাই এই ইস্যু কাজে লাগিয়ে ভোটব্যাঙ্কের রাজনীতি করছে তৃণমূল বলেই দাবি তাঁর।