বাংলা হান্ট ডেস্ক: ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন দিল্লির প্রাক্তন অধিনায়ক মিঠুন মানহাস (Mithun Manhas)। জানিয়ে রাখি যে, ৪৫ বছর বয়সী মিঠুন মানহাস কখনও ভারতের হয়ে খেলেননি। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, মিঠুন প্রথম আনক্যাপড ক্রিকেটার যিনি (Mithun Manhas) BCCI প্রেসিডেন্ট হয়ে ইতিহাস তৈরি করবেন। উল্লেখ্য যে, BCCI প্রেসিডেন্ট পদে মনোনয়নের সময়সীমা রবিবার শেষ হয়েছে। এদিকে, BCCI-এর বার্ষিক সাধারণ সভা আগামী ২৮ সেপ্টেম্বর সম্পন্ন হবে। যেখানে নির্বাচনও অনুষ্ঠিত হবে।
BCCI-র প্রেসিডেন্ট হতে চলেছেন মিঠুন মানহাস (Mithun Manhas):
জানিয়ে রাখি যে, ২০১৯ সালে BCCI-এর সংবিধানে সংশোধনের পর থেকে, প্রেসিডেন্ট পদটি বিনা প্রতিদ্বন্দ্বিতায় পূরণ করা হয়েছে। গত কয়েক বছর ধরে, বোর্ড ধারাবাহিকভাবে সভাপতি পদের জন্য প্রাক্তন ক্রিকেটারদের অগ্রাধিকার দিয়ে আসছে। মানহাসের আগে সৌরভ গাঙ্গুলি এবং রজার বিনি এই পদের দায়িত্ব সামলেছেন।

মিঠুন মানহাস কে: উল্লেখ্য যে, মিঠুন মানহাসের (Mithun Manhas) ক্রিকেটের অভিজ্ঞতার পাশাপাশি প্রশাসনিক স্তরেও কাজ করার ক্ষেত্রে যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে। তিনি জম্মু ও কাশ্মীর ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রশাসনিক ভূমিকা পালন করেছেন এবং BCCI-এর বার্ষিক সাধারণ সভায় রাজ্যের প্রতিনিধিত্ব করেছেন। মাঠে, তিনি ছিলেন ভারতীয় ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে সম্মানিত ক্রিকেটারদের একজন।
আরও পড়ুন: ভারতের উদ্দেশ্যে ঘৃণ্য মস্করা! টিম ইন্ডিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচের আগে পাক খেলোয়াড়রা যা করলেন…
মিঠুন মানহাস ছিলেন মিডল অর্ডার ব্যাটার। তাঁর যার অভিষেক হয়েছিল ১৯৯৭/৯৮ সালে। তবে, মানহাস (Mithun Manhas) ভারতীয় দলের প্রতিনিধিত্ব করতে পারেননি। কিন্তু, ঘরোয়া ক্রিকেটে তাঁর অসাধারণ পারফরম্যান্স ছিল। ২০০৭/০৮ মরশুমে দিল্লির রঞ্জি ট্রফি জয়ে মিঠুন মানহাস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ওই মরশুমে তিনি ৫৭.৫৬ এভারেজে ৯২১ রান করেন। তিনি একজন ডানহাতি ব্যাটার ছিলেন এবং অফ-স্পিন বল করতেন। মিঠুন বেশ কয়েকবার উইকেটরক্ষকের ভূমিকাও পালন করেছেন।
আরও পড়ুন: ক্রেডিট কার্ডের মাধ্যমে আর হবে না এই কাজ! RBI-এর নির্দেশে বন্ধ হল বিশেষ পরিষেবা
পারফরম্যান্স: মিঠুন মানহাস (Mithun Manhas) ১৫৭ টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ৪৫.৮২ এভারেজ ৯,৭১৪ রান করেছেন। যার মধ্যে ২৭ টি সেঞ্চুরি এবং ৪৯ টি হাফ-সেঞ্চুরি রয়েছে। তিনি IPL-এ দিল্লি ডেয়ারডেভিলস, পুণে ওয়ারিয়র্স এবং চেন্নাই সুপার কিংসের প্রতিনিধিত্ব করেছেন। ক্রিকেট কেরিয়ার এবং প্রশাসনিক অভিজ্ঞতার মিশ্রণে, মানহাস এখন BCCI সভাপতির দায়িত্ব নিতে প্রস্তুত।