বাংলা হান্ট ডেস্কঃ উত্তরপ্রদেশে বিজেপি ক্রমাগত একের পর এক বিপত্তির সম্মুখীন হচ্ছে। এবার দল ছাড়লেন আয়ুষমন্ত্রী ধরম সিং সাইনি। তিনি সমাজবাদী পার্টিতে যোগ দিতে পারেন বলে খবর পাওয়া যাচ্ছে। ডক্টর ধরম সিং সাইনি নিজের পদ এবং দল দুই থেকেই ইস্তফা দিয়েছেন।
শোনা যাচ্ছে যে, সাহারানপুরের নকুড় আসন থেকে বিজেপির বিধায়ক ধরম সিং সাইনি সরকারি বাসভবন এবং নিরাপত্তাও ছেড়েছেন। স্বামী প্রসাদ মৌর্য ও দারা সিং চৌহানের মতো মন্ত্রী পদও ছেড়েছেন তিনি। তিনি শীঘ্রই লখনউতে সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদবের সঙ্গে দেখা করবেন। তিনি অখিলেশের দলে যোগ দেবেন বলে জানা গিয়েছে।
যোগীর মন্ত্রিসভা থেকে শ্রমমন্ত্রী স্বামী প্রসাদ মৌর্যের পদত্যাগ এবং এসপিতে যোগ দেওয়ার পর থেকে ধারণা করা হয়েছিল যে স্বামী প্রসাদ মৌর্যের সাথে ধরম সিং সাইনিও এসপিতে যোগ দেবেন। সাহারানপুরের নকুড় বিধানসভা আসন থেকে চারবারের বিধায়ক ডঃ ধরম সিং সাইনি গত নির্বাচনে কংগ্রেসের ইমরান মাসুদকে পরাজিত করেছিলেন। ইমরান মাসুদও গত পরশু এসপিতে যোগ দিয়েছেন। ধরম সিং সাইনি নকুড় বিধানসভা আসন থেকে এসপির টিকিটে লড়তে পারেন বলে জানা গিয়েছে।
ক্যাবিনেট মন্ত্রী স্বামী প্রসাদ মৌর্যের পদত্যাগের সাথে সাথে নকুড় বিধানসভার বিধায়ক এবং আয়ুষ প্রতিমন্ত্রী ডঃ ধরম সিং সাইনিকে নিয়েও জল্পনা তীব্র হয়েছিল। গত দুদিন ধরেই বিজেপি ছেড়ে তাঁর এসপি-তে যোগ দেওয়ার গুঞ্জন চলছে। এর আগে মন্ত্রী ডঃ ধরম সিং সাইনি একটি ভিডিওর মাধ্যমে গুজবের অবসান ঘটিয়ে বলেছিলেন যে তিনি বিজেপিতে আছেন এবং বিজেপিতেই থাকবেন। বলে রাখি, স্বামী প্রসাদ মৌর্যের সাথে ডক্টর ধরম সিং সাইনিও বহুজন সমাজ পার্টি ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন।
‘ভারত আজ পর্যন্ত অলিম্পিকে সোনা পায়নি …’ ভরা মঞ্চে বেফাঁস মমতা