বাংলা হান্ট ডেস্কঃ ফের অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি প্রবীণ রাজনীতিক মুকুল রায় (Mukul Roy)। বৃহস্পতিবার দুপুরে তাকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। চলছে চিকিৎসা। জানা যাচ্ছে, সুগার বেড়েছে মুকুলবাবুর। রয়েছে শ্বাসকষ্টের সমস্যাও। মেডিক্যাল বোর্ড গঠন করে তার চিকিৎসা চলছে। ডাক্তার হীরক মজুমদারের নেতৃত্বে তার চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে।
দীর্ঘদিন ধরেই অসুস্থ ৭০ বছর বয়সী মুকুল রায়। গত বছরই বেশ কিছু সার্জারি হয়। সূত্রের খবর, বৃহস্পতিবার ব্যক্তিগত কিছু কাজে কলকাতায় আসছিলেন কৃষ্ণনগর উত্তরের বিধায়ক। তবে মাঝপথেই তিনি অসুস্থ বোধ করতে থাকেন। গাড়িচালক তড়িঘড়ি তাকে বাইপাসের ধারে হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করান। হাসপাতালেই ভর্তি রয়েছেন বিধায়ক।
মুকুল রায়ের ডিমেনশিয়া রয়েছে। মাঝেমধ্যেই অনেক কিছু ভুলে যান। মানসিক ভারসাম্যের সমস্যাও রয়েছে বলে পরিবার সূত্রে খবর। গতকাল বাবার অসুস্থতার খবর পেয়েই হাসপাতালে ছুটে যান ছেলে শুভ্রাংশু রায়। তিনি জানিয়েছেন, ডিমেনশিয়া রয়েছে মুকুল রায়ের। বেশ কয়েকমাস ধরে তার চিকিৎসাও চলছে। প্রতিনিয়ত নজরে রাখা হয় তাকে।
মুকুল পুত্র আরও জানিয়েছেন, কিছুদিন যাবৎ একেবারেই খাওয়া-দাওয়া করছিলেন না মুকুল রায়। কোনোরকমে একপ্রকার জোর করেই তাকে খাওয়ানোর হচ্ছিল। স্বাভাবিক কারণেই তাই দুর্বল হয়ে পড়েছিলেন নেতা। তবে হঠাৎ শ্বাসকষ্ট শুরু হওয়ায় হাসপাতালে ভর্তি করাতে হয়েছে।
আরও পড়ুন: রাতভর তৃণমূলের বাইক বাহিনীর তাণ্ডব! শীতলকুচিতে BJP-র পোলিং এজেন্টকে অপহরণের অভিযোগ
এমার্জেন্সি ওয়ার্ডে ভর্তি থেকেও ততটা উদ্বেগের কিছু নেই বলেই জানিয়েছেন মুকুল রায়ের ছেলে শুভ্রাংশু রায়। চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। পরিবারও হাসপাতালে থেকে নেতার দিকে সর্বক্ষণ নজর রাখছে। অসুস্থ হওয়ার সঙ্গে সঙ্গে চিকিৎসা শুরু হওয়ায় চিন্তা কিছুটা কম।