অসহায় বৃদ্ধা মাকে স্টেশনে ফেলে দিয়ে গেল ছেলে! ৭০’র প্রৌঢ়ার সাথে যা ঘটল….জানলে কাঁদবেন আপনিও

বাংলাহান্ট ডেস্ক : ফের একবার উঠে এল বৃদ্ধাকে ফেলে চলে যাওয়ার অভিযোগ। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে অশোকনগর স্টেশন এলাকায়। এই ঘটনা প্রকাশ্যে আসার পর এলাকার বিধায়কের উদ্যোগে যুব তৃণমূল সদস্যরা ওই বৃদ্ধাকে উদ্ধার করে নিয়ে যায় রবীন্দ্র নিকেতনে।

জানা গিয়েছে ওই বৃদ্ধার নাম রুনু কর্মকার। উত্তর ২৪ পরগনার (North 24 Pargana) আগরপাড়ার বাসিন্দা রুনু কর্মকারের বয়স প্রায় ৭০ বছর। এই বৃদ্ধার ডান হাত প্যারালাইসিস (Paralysis) হয়ে গেছে। বয়সের ভারে ও অসুস্থতার কারণে ঠিকমতো হাঁটাচলা করতে পারেন না তিনি।

   

আরোও পড়ুন : ফের ট্রেনে আগুন, উদয়ন এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ড! আতঙ্কে হুড়োহুড়ি যাত্রীদের, ভাইরাল ভিডিও

অভিযোগ তার ছেলে অশোকনগর স্টেশনে দুদিন আগে তাকে ফেলে রেখে চলে যায়। অশোকনগর স্টেশনেই অসহায় ভাবে দুদিন পড়ে ছিলেন ওই বৃদ্ধা। এরপর এলাকার বিধায়ক নারায়ন গোস্বামীর কাছে পৌঁছায় এই খবর। তার উদ্যোগে যুব তৃণমূল সদস্যরা ওই বৃদ্ধাকে উদ্ধার করে নিয়ে যান অশোকনগরের ভবঘুরেদের আশ্রয়স্থল রবীন্দ্র নিকেতনে। 

যদিও বৃদ্ধা এখনও অব্দি ঠিক করে বলতে পারছেন না কে বা কারা তাকে স্টেশনে ফেলে রেখে গিয়েছিল। যুব তৃণমূলের উদ্যোগে ওই বৃদ্ধার সেবা-শুশ্রূষা করা হচ্ছে। এই প্রসঙ্গে অশোকনগর ব্লক তৃণমূলের সহ-সভাপতি কুমারজিত দত্ত জানিয়েছেন, প্রৌঢ়ার খবর পেয়ে আমরা সেখানে গিয়ে উদ্ধার করি বৃদ্ধাকে।

img 20230819 18121271

কুমারজিত দত্তের কথায়, আমাদের এলাকার বিধায়ক নারায়ণ গোস্বামী আমাদের খবর দেন যে অশোকনগর স্টেশনে এক বৃদ্ধা অসহায় ভাবে পড়ে রয়েছেন। উনি আমাদের নির্দেশ দেন দ্রুত সেখানে পৌঁছে বৃদ্ধাকে উদ্ধার করে চিকিৎসার বন্দোবস্ত করার। আমরা প্রথমে রবীন্দ্র নিকেতনে নিয়ে এসেছি। আমরা এবার মাতৃ সদনে নিয়ে যাব চিকিৎসার জন্য।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর