বাংলা হান্ট ডেস্কঃ আজকের দিনে মোবাইল ফোন ছাড়া জীবন প্রায় অচল। কথা বলা থেকে শুরু করে টাকা পাঠানো, অনলাইন কাজ বা খবর দেখা, সব কিছুতেই মোবাইল দরকার। কিন্তু এবার সেই মোবাইল ব্যবহার করাই সাধারণ মানুষের জন্য আরও খরচের হয়ে উঠতে পারে। কারণ, আগামী জুন মাস থেকে মোবাইল রিচার্জের দাম বাড়ার (Mobile Recharge Hike) সম্ভাবনা তৈরি হয়েছে।
সূত্রের খবর, দেশের বড় টেলিকম সংস্থা জিও (Jio), এয়ারটেল (Airtel) এবং ভোডাফোন আইডিয়া (Vi) আবারও মোবাইল রিচার্জের দাম বাড়ানোর (Mobile Recharge Hike) পরিকল্পনা করছে। এই সিদ্ধান্ত কার্যকর হলে সবচেয়ে বেশি সমস্যায় পড়বেন মধ্যবিত্ত ও সাধারণ গ্রাহকরা।
কতটা বাড়তে পারে রিচার্জের দাম (Mobile Recharge Hike)?
প্রাপ্ত তথ্য অনুযায়ী, চলতি বছরের জুন মাস থেকেই মোবাইল রিচার্জের দামে পরিবর্তন (Mobile Recharge Hike) আসতে পারে। প্রিপেইড এবং পোস্টপেইড, দু’ধরনের প্ল্যানেই ১৬ থেকে ২০ শতাংশ পর্যন্ত দাম বাড়ানোর ভাবনা চলছে। দাম বাড়লে গ্রাহকদের পকেটে যে বড় টান পড়বে, তা বলাই বাহুল্য। উদাহরণস্বরূপ বলা যেতে পারে এই শতাংশ অনুযায়ী এখন ২০০ টাকার রিচার্জ করলে দাম বেড়ে হতে পারে প্রায় ২৪০ টাকা, ৫০০ টাকার রিচার্জের দাম বাড়লে হতে পারে প্রায় ৬০০ টাকা। অর্থাৎ, একই প্ল্যানের জন্য আগে থেকে ৪০ থেকে ১০০ টাকা পর্যন্ত বেশি খরচ হতে পারে।
আগেও একাধিকবার দাম বেড়েছে
মোবাইল রিচার্জের দাম (Mobile Recharge Hike) এই প্রথম বাড়ছে না। গত কয়েক বছরে একাধিকবার ট্যারিফ বৃদ্ধি পেয়েছে।
- ২০১৯ সালে রিচার্জের দাম প্রায় ৩০ শতাংশ বেড়েছিল
- ২০২১ সালে প্রায় ২০ শতাংশ পর্যন্ত দাম বাড়ে
- ২০২৪ সালেও রিচার্জের খরচ প্রায় ১৫ শতাংশ বৃদ্ধি পায়
বারবার এইভাবে দাম বাড়ায় সাধারণ মানুষের মাসিক খরচের চাপ ক্রমশ বাড়ছে।
সাধারণ মানুষের জীবনে প্রভাব
আজকের দিনে ইন্টারনেট শুধু বিনোদনের জন্য নয়। ইউপিআই পেমেন্ট, অনলাইন ব্যাঙ্কিং, সরকারি কাজ, গুগল ম্যাপ বা ক্যাব বুকিং, সব কিছুর জন্যই মোবাইল ডেটা দরকার। এই পরিস্থিতিতে রিচার্জের দাম বাড়লে ডিজিটাল পরিষেবা ব্যবহার করা অনেক মানুষের পক্ষেই কঠিন হয়ে উঠবে। এছাড়াও গ্রাহকরা আরও কিছু সমস্যার মুখে পড়ছেন—
- কম দামের বা সস্তা প্ল্যান ধীরে ধীরে তুলে নেওয়া হচ্ছে
- বেশি দামের প্ল্যান নিতে বাধ্য হচ্ছেন গ্রাহকরা
- সময়মতো রিচার্জ না করলে ইনকামিং-আউটগোয়িং বন্ধ হয়ে যাচ্ছে
- দীর্ঘদিন রিচার্জ না হলে সিম পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা থাকছে

আরও পড়ুনঃ PF নিয়ে বড় সিদ্ধান্তের পথে সরকার! কারা পাবেন সুবিধা, কাদের কমবে বেতন?
ক্রমাগত দাম বাড়ার কারণে সাধারণ মানুষ সরকারের হস্তক্ষেপ চাইছেন। অনেকের মত, সকলের জন্য আনলিমিটেড ডেটা বা এসএমএস প্রয়োজন হয় না।
বিশেষ করে বয়স্ক মানুষ বা যাঁরা কিপ্যাড ফোন ব্যবহার করেন, তাঁদের জন্য শুধুমাত্র কথা বলার সুবিধাযুক্ত কম দামের প্ল্যান রাখা উচিত। অপ্রয়োজনীয় পরিষেবা জোর করে দিয়ে বেশি টাকা নেওয়া বন্ধ করার দাবিও উঠছে। জুন মাসে এই নতুন দাম সত্যিই চালু হয় কি না (Mobile Recharge Hike), এখন সেটাই দেখার। তবে মোবাইল রিচার্জ নিয়ে সাধারণ মানুষের চিন্তা যে আরও বেড়েছে, তা নিশ্চিত।












