তৈরি হচ্ছে গভীর ঘূর্ণাবর্ত! আগামী ৫ দিন বিশেষ সতর্কতা জারি IMD-র, ঘূর্ণিঝড় মোচার লেটেস্ট আপডেট

বাংলা হান্ট ডেস্ক : আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office) জানিয়েছে, আজ দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের (Bay of Bengal) ওপরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে। আগামিকাল রবিবার সেই অঞ্চলে তৈরি হবে একটি নিম্নচাপ। এরপর সোমবার সেই নিম্নচাপটি পরিণত হতে পারে গভীর নিম্নচাপে। এরপর মঙ্গলবার সেই সিস্টেমটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

এর জেরে আগামী ৫ দিনের জন্য মৎসজীবীদের জন্য সতর্কতা জারি করেছে মৌসম ভবন। আজ দক্ষিণ বঙ্গোপসাগর এবং কোমোরিন অঞ্চলে ঝোড়ো হাওয়া বইবে। এই আবহে মৎসজীবীদের এই অঞ্চলে যেতে বারণ করা হয়েছে। এরপর রবিবার এই সিস্টেমটি দক্ষিণপূর্ব বঙ্গোপসাগরে প্রভাব ফেলতে পারে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। কয়েকটি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে বলে জানা যাচ্ছে।

weather 10

রবিবার দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং আন্দামান সাগরে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বগে ঝোড়ো হাওয়া বইতে পারে। দমকা হাওয়ার বেগ কখনও কখনও ৬০ কিমিতে পৌঁছে যেতে পারে বলে জানাচ্ছে মৌসম ভবন। তাই আন্দামান ও পূর্ব ভারতের মৎসজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে।

এরপর সোমবার, ৮ মে, দক্ষিণ বঙ্গোপসাগরে ঝোড়ো হাওয়া বইতে থাকবে। সঙ্গে মাঝারি বৃষ্টিপাত জারি থাকবে। তাই এদিনও আন্দামান ও পূর্ব ভারতের মৎসজীবীজদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে মৌসম ভবনের পক্ষ থেকে। এদিন দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন আন্দামান সাগর এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিমির বেগে ঝড় উঠতে পারে। কখনও কখনও দমকা হাওয়ার বেগ ঘণ্টায় ৭০ কিমিতে পৌঁছে যাওয়ার সম্ভাবনা আছে।

জানা যাচ্ছে, আগামী মঙ্গলবার ঘূর্ণিঝড় মোখা তৈরি হতে পারে। এই আবহে আবহাওয়া আরও কিছুটা খারাপ হবে। তাই স্বভাবতই এদিনও মৎসজীবীদের সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি হয়েছে। এদিনও দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন আন্দামান সাগর এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিমির বেগে ঝড় উঠতে পারে।


Sudipto

সম্পর্কিত খবর