বাংলা হান্ট ডেস্ক : বঙ্গোপসাগরের ((Bay of Bengal) ঘূর্ণাবর্ত মোকা আরও শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে। গত কয়েক দিন ধরে দক্ষিণবঙ্গের (South Bengal) সর্বত্রই বেড়েছে তাপমাত্রা কিছু জেলায় চলছে তাপপ্রবাহ। অবশেষে মিলল স্বস্তির খবর। চলতি সপ্তাহের শেষেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)।
এক নজরে আজকের আবহাওয়া :
সর্বোচ্চ তাপমাত্রা : ৩৭.৩°সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ২৮.১° সেলসিয়াস
আর্দ্রতা : ৭৭%
বাতাস : ১৪ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৬৭%
কলকাতার আবহাওয়া : আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা-সহ আশপাশের এলাকায় আকাশ পরিষ্কার থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৭ ও ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। পরবর্তী ২৪ ঘন্টাতেও কলকাতা ও আশপাশের এলাকায় গরম ও অস্বস্তির আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
উত্তরবঙ্গের আবহাওয়া : আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, পরবর্তী ৪৮ ঘন্টা অর্থাৎ ১৩ মে শনিবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। কোথাও বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। আগামী অন্তত চার দিন দিনের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই।
আবহাওয়া দফতরের পূর্বাভাস এদিন মালদহ, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে। তার মধ্যে মালদহে তীব্র তাপপ্রবাহের ব্যাপারে সতর্ক করেছে আবহাওয়া দফতর। গরম ও তাপমাত্রাজনিত অস্বস্তি থাকবে অন্য জেলাগুলিতে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া : দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কবার্তায় আবহাওয়া দফতর জানিয়েছে বৃহস্পতিবারের পাশাপাশি শুক্রবারেও বীরভূম, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে তীব্র তাপপ্রবাহ থাকবে। অন্যদিকে বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ ও নদিয়ায় তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে।
শুক্রবার পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়ায় তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে। অন্যদিকে রবিবার নাগাদ উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
আগামীকালের আবহাওয়া : মোকা’-র প্রভাবে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টি শুরু হবে আগামী শনিবার থেকে। শনিবার থেকে পূর্ব মেদিনীপুর জেলার সর্বত্রই বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার বৃষ্টি আরও বাড়বে। বাড়তে থাকা গরমে স্বস্তির খবর দিল হাওয়া অফিস।