বাংলা হান্ট ডেস্কঃ আগামী মাসেই একে অপরের মুখোমুখি হতে চলেছেন নরেন্দ্র মোদি এবং আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। সম্প্রতি রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ পরিস্থিতির মাঝে তাদের সাক্ষাৎ বিশেষ তাৎপর্যপূর্ণ হতে চলেছে বলেই মত বিশেষজ্ঞদের। আগামী মে মাসে জাপানের শহর টোকিওতে কোয়াড সামিট আয়োজিত হতে চলেছে। সেখানেই জাপান এবং অস্ট্রেলিয়া দেশগুলি সহ আমেরিকা এবং ভারতও উপস্থিত থাকতে চলেছে।
সামিটে দেখা হওয়ার পাশাপাশি মোদি ও বাইডেনের মধ্যে একটি বৈঠকও হতে পারে বলে জানা যাচ্ছে। গত বছর এই সামিটেই দুই দেশের প্রেসিডেন্টের সাক্ষাৎ হয়। প্রসঙ্গত, কোয়াড সামিট নামক চতুৰ্দেশীয় এই বৈঠকে মূলত ভারত-প্যাসিফিক এলাকা অন্তর্গত নিরাপত্তার বিষয় নিয়ে আলোচনা করা হয়। আমেরিকা, ভারত, অস্ট্রেলিয়া এবং জাপান, এই চারটি দেশ উক্ত বৈঠকে অংশগ্রহণ করে।
আমেরিকা সূত্রের খবর, কিউএসডি তথা কোয়াড সামিট উপলক্ষ্যে মে মাসের 20 থেকে 24 তারিখের মধ্যে সাউথ কোরিয়া এবং জাপান সফরে পৌঁছে যাবেন আমেরিকা প্রেসিডেন্ট জো বাইডেন। সেখানে তাদের সাথে আলোচনা করার পাশাপাশি ভারত-প্যাসিফিক অন্তর্গত দেশ গুলির মধ্যে সম্পর্ক মজবুত করার উদ্দেশ্য তাঁর। এছাড়াও ভারতকে নিজেদের দিকে টানতে চেষ্টারত থাকবে আমেরিকা।
বলে রাখা ভালো যে, ভারত-প্রশান্ত মহাসাগর তথা গোটা এশিয়ার রাজনীতিতে আমেরিকা এবং ভারতের সম্পর্ক বহুদিন ধরে সুপ্রতিষ্ঠিত রয়েছে। কিন্তু সম্প্রতি রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধের মধ্যে যেখানে রাশিয়ার সঙ্গে সমস্ত বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করেছে আমেরিকা সহ ইউরোপের একাধিক দেশ, সেখানে তাদের দেখানো সেই পথে হাঁটেনি ভারত। বিশ্ব মঞ্চে রাশিয়া এবং ইউক্রেন প্রসঙ্গে সর্বদাই নিরপেক্ষ থেকেছে ভারত এবং পরবর্তীতে, আমেরিকার বারবার কড়া হুঁশিয়ারি সত্ত্বেও রাশিয়া থেকে ক্রমাগত তেল আমদানিও করে চলেছে। ফলে বর্তমানে ভারত এবং আমেরিকার সম্পর্কে বিপুল পরিমাণ রদবদলে ঘটেছে বলেই মত বিশেষজ্ঞদের।
এই সংকটময় পরিস্থিতিতে মোদি এবং বাইডেনের মধ্যে বৈঠক গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমেরিকার সূত্রে খবর, বর্তমানে কোয়াড সামিটের মাধ্যমে জাপান এবং অস্ট্রেলিয়া সহ ভারতের সঙ্গে সম্পর্ক মজবুত করাই হলো তাদের প্রধান লক্ষ্য। রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধের মাঝে ভারত যেভাবে নিরপেক্ষ অবস্থান নিয়েছে, সেই দিক থেকে তাদের সাথে আলোচনার মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হবে বলেই জানা যাচ্ছে।