বাংলা হান্ট ডেস্ক : রাস্ট্রপতি ভারত রত্ন তুলে দিলেন প্রণব মুখোপাধ্যায়কে। বৃহস্পতিবার তাঁর হাতে ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মান তুলে দিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।২৫ জানুয়ারি প্রণব মুখোপাধ্যায় ও নানাজি দেশমুখকে ভারত রত্ন এবং ভূপেন হাজারিকাকে মরণোত্তর ভারত রত্ন দেওয়ার কথা ঘোষণা করা হয়।
বুধবার এল সেই দিন যেদিন ভারত রত্ন গ্রহণ করেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়।চেয়ার ছেড়ে উঠে প্রণব মুখোপাধ্যায়কে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু। বিভিন্ন সময় প্রণব মুখোপাধ্যায়ের দরাজ প্রশংসা শোনা গিয়েছে মোদীর গলায়।তাঁর সঙ্গে ভারত রত্ন পেলেন সমাজসেবী নানাজি দেশমুখ। এবং মরণোত্তর ভারত রত্ন দেওয়া হল অহমিয়া গায়ক-সুরকার ভূপেন হাজারিকাকে। প্রভূত সম্মানে সম্মানিত করা হল তাঁদের।