আফগানিস্তান ইস্যুতে স্ট্র্যাটিজি গড়তে বন্ধু পুতিনের সঙ্গে ফোনালাপ মোদীর

বাংলা হান্ট ডেস্কঃ আফগানিস্তানের প্রায় কুড়ি বছর বাদে ক্ষমতা দখল করেছে তালিবান। মার্কিন সেনাবাহিনীর সরে যেতেই আফগান সেনাকে হারিয়ে মসনদে ফিরেছে তারা। তালিবানের এই ক্ষমতা দখল এবং সরকারকে মাণ্যতা দেওয়া নিয়ে এখন নানা মুনির নানা মত। একদিকে যেমন চীন এবং পাকিস্তান কার্যত বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে সরাসরি। অন্য অনেক দেশই এখন ধীরে চলো নীতিকে প্রাধান্য দিতে চাইছে।

তাদের মধ্যেই অন্যতম রাশিয়া। একদিকে যেমন কুড়ি বছর বাদে আমেরিকার হারে খুশি তারা। তেমনি আমার আফগানিস্তানের রাশিয়ান রাষ্ট্রদূতকে বলতে শোনা গিয়েছে, আগের থেকে এখন পরিস্থিতি অনেক ভালো কাবুলে। এমতাবস্থায় রাশিয়াও কি তাহলে হাত মেলাবে তালিবানের সাথে? স্বাভাবিকভাবেই উঠছে এই প্রশ্ন। নিজের অবস্থান নিয়ে সংকটে রয়েছে ভারতও। কার্যত অন্যান্য অনেক বিষয়ের মতই নিজেদের অবস্থান এখনো স্পষ্ট করেনি মোদী সরকার। কিন্তু রাশিয়ার বয়ান আসতে না আসতেই প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বন্ধু রাশিয়া তালিবানকে সমর্থন করলে যে যথেষ্ট বেকায়দায় পড়বে ভারতে তা নিয়ে কোন সন্দেহ নেই। সূত্রের খবর অনুযায়ী আজ প্রায় ৪৫ মিনিট আফগানিস্তান এবং অন্যান্য ইস্যুতে কথা হয় দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে। কথাবার্তা সামনে না হলেও ওয়াকিবহাল মহলের মতে আগামী স্ট্র্যাটেজি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে তাদের।

taliban 3a

প্রসঙ্গত উল্লেখ্য এর আগে গতকাল গলকাল রাতেই জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলের সঙ্গে আফগানিস্তান সহ একাধিক ইস্যুতে কথা বলেন মোদী। অন্যদিকে রাশিয়ার ক্ষেত্রে দিতে গেলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে তালিবান। কারণ তাজাকিস্তানের সঙ্গে সীমান্ত রয়েছে রাশিয়ার। রাশিয়ার নেতৃত্বে গড়ে তোলার সামরিক জোটেরও একটি গুরুত্বপূর্ণ অংশ তাজাকিস্তান। একদিকে যখন চীন তাদের ভূমিকা সাফ করে দিয়েছে। তখন অন্যান্য সুপারপাওয়ার গুলি তালিবানদের নিয়ে কি সিদ্ধান্ত নেয় সেদিকেই এখন নজর থাকবে সকলের।

 

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর