‘দিদি ও দিদি” বলতে পারবেন না মোদী! নারীবিদ্বেষের অভিযোগ তুলল তৃণমূল

বাংলাহান্ট ডেস্কঃ একুশের ভোটের নির্ঘণ্ট প্রকাশ পেতেই নির্বাচনী প্রচারে ঝাঁপিয়ে পড়েছে গেরুয়া শিবির (BJP)। দিল্লি থেকে এখানে উড়ে এসে প্রায় নিয়মিতই জনসভা করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। সেই সব জনসভা থেকে শাসকদল তৃণমূলকে (TMC) একাধিক দুর্নীতির অভিযোগে আক্রমণ করছেন তিনি। তারই ফাঁকে তৃণমূল সুপ্রিমোকে তিনি ‘দিদি ও দিদি’ বলে সম্বোধন করছেন। যা রীতিমত জনপ্রিয় হয়ে উঠেছে গেরুয়া শিবিরের সমর্থকদের কাছে।

আর এবার সেই ‘দিদি ও দিদি’র মধ্যে নারী বিদ্বেষ লুকিয়ে আছে বলে অভিযোগ তুলল তৃণমূল। আজ অর্থাৎ রবিবার তৃণমূলের তরফে সাংবাদিক বৈঠক করেন শশী পাঁজা, জুন মালিয়া (Jun Mallya), অনন্যা চক্রবর্তীরা। এই বৈঠকেই ‘দিদি ও দিদি’ সম্বোধনের দ্বারা মহিলাদের প্রতি তাচ্ছিল্য ও হেনস্থার মনোভাব খুঁজে পেয়েছেন তৃণমূল কংগ্রেস। এদিনের বৈঠকে তাঁরা জানান, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রী নিজেদের আসনকে সম্মান করছেন না। দেশের প্রধানমন্ত্রী টোন কাটছেন।’

Bengal Polls: TMC objects to PM Modi's comments on Mamata Banerjee

তৃণমূলের তরফে আরও অভিযোগ, প্রধানমন্ত্রীর মহিলাদের প্রতি কোনও সম্মান নেই। সাতবার সাংসদ হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ১০ বছর ধরে তিনি আমাদের মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। একটি রাজ্যে এসে রাজ্যের মুখ্যমন্ত্রীর বিষয়ে যে ভাবে টিপ্পনী কাটছেন তা দুর্ভাগ্যজনক। ‘দিদি ও দিদি’র মাধ্যমে বাংলার মা-বোনেদেরও অসম্মান করা হচ্ছে বলে জানান তাঁরা। যা নিয়ে তৃণমূল দাবি করেন, ‘বাংলার মানুষ মমতার এই অপমানের জবাব ভোটবাক্সে দেবে’।

এদিনের বৈঠকে তৃণমূলের মহিলা মুখরা আরও বলেন, ‘এখান থেকেই বিদ্যাসাগর , রামমোহন , রবীন্দ্রনাথ ঠাকুর-রা নারীমুক্তির কথা বলেছেন। এখানে এসে মেয়েদের এভাবে টিপ্পনী কাটাটা পুরুষতান্ত্রিকতা। বাংলায় মেয়েদের সঙ্গে এভাবে কথা বলা হয় না।’ যা এতদিন কোনও প্রধানমন্ত্রীকে তাঁরা করতে দেখনি বলেও জানান।

সম্পর্কিত খবর