বাংলাহান্ট ডেস্ক: ‘বন্দে মাতরম’ (Vande Mataram)-এর ১৫০ বছর পূর্তি উপলক্ষে শুক্রবার নয়াদিল্লিতে এক বিশেষ অনুষ্ঠানের সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই অনুষ্ঠান চলবে সারা বছর ধরে—৭ নভেম্বর ২০২৬ পর্যন্ত। এই ঐতিহাসিক উপলক্ষে প্রধানমন্ত্রী প্রকাশ করেন ‘বন্দে মাতরম’-এর স্মৃতিতে একটি বিশেষ স্মারক মুদ্রা ও ডাকটিকিট। অনুষ্ঠান মঞ্চে ‘বন্দে মাতরম’-এর সুরে মুখরিত হয় প্রেক্ষাগৃহ, আর প্রধানমন্ত্রী মোদী বলেন, “বন্দে মাতরম আমাদের একতার প্রতীক। এটি সেই সুর যা প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করেছে। আজকের এই দিনটি দেশবাসীর মনে নতুন উদ্দীপনা জাগাবে। আমি সকল ভারতবাসীকে অভিনন্দন জানাই।”
‘বন্দে মাতরম'(Vande Mataram)- এর ১৫০ বছর পূর্তিতে মোদির বার্তা:
মোদী আরও বলেন, “‘বন্দে মাতরম’ (Vande Mataram) ভারতের আত্মপরিচয়ের প্রকাশ। শত আঘাত সহ্য করেও ভারত যেমন অটল থেকেছে, তেমনই এই গান আমাদের দৃঢ়তা, ঐক্য এবং আত্মবিশ্বাসের প্রতীক। স্বাধীন ভারতের স্বপ্ন প্রথম উচ্চারিত হয়েছিল এই গানের মধ্য দিয়েই। এটি কেবল এক সুর নয়, বরং ভারতের ভাবধারার প্রতীক, আমাদের আত্মার প্রকাশ।”
আরও পড়ুন:আগামী বছরই ভারতে আসতে চান ট্রাম্প! বন্ধু মোদীর প্রশংসায় পঞ্চমুখ মার্কিন প্রেসিডেন্ট
১৮৭৫ সালে নৈহাটির কাঁঠালপাড়ার বাড়িতে এই ‘বন্দে মাতরম’ (Vande Mataram) রচনা করেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। পরে তিনি এটি তাঁর বিখ্যাত উপন্যাস ‘আনন্দমঠ’-এ যুক্ত করেন। ১৮৮২ সালে ‘বঙ্গদর্শন’ পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয় এই উপন্যাস, এবং তার পর থেকেই ‘বন্দে মাতরম’ ধীরে ধীরে হয়ে ওঠে স্বাধীনতার মন্ত্র। ব্রিটিশবিরোধী আন্দোলনের সময় দেশজুড়ে যখন প্রতিবাদ আর স্বাধীনতার ডাক উঠেছে, তখন এই গানই হয়ে উঠেছিল সেই সংগ্রামের প্রতীক। বলা হয়, ‘বন্দে মাতরম’ ছিল সেই স্লোগান যা মানুষকে সাহস জুগিয়েছে, আত্মবিশ্বাস দিয়েছে, আর স্বাধীনতার পথে উৎসাহিত করেছে।
We mark 150 years of Vande Mataram, a song that has inspired generations to rise for the nation. Addressing a programme in Delhi. https://t.co/qQqjgmSXy5
— Narendra Modi (@narendramodi) November 7, 2025
তবে এই আজকের এই দিনটিকে ঘিরে রাজনৈতিক চাপানউতোরও তৈরি হয়েছে। শুক্রবারই বিজেপি অভিযোগ তোলে, কংগ্রেস নেতা জওহরলাল নেহরু ইচ্ছাকৃতভাবে এই গানের মর্যাদা নষ্ট করার চেষ্টা করেছিলেন। দলের জাতীয় মুখপাত্র সিআর কেসবন এক্স হ্যান্ডলে (পূর্বতন টুইটার) একটি পোস্ট করে অভিযোগ জানান, ১৯৩৭ সালে ‘বন্দে মাতরম’ (Vande Mataram)-এর পূর্ণাঙ্গ রূপ গ্রহণ না করে কেবল একটি অংশ নেওয়া হয়েছিল, যেখানে মা দুর্গাকে নিয়ে লেখা অংশগুলি ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া হয়। বিজেপির দাবি, নেহরু সেই সময় সুভাষচন্দ্র বসুকে লেখা এক চিঠিতে উল্লেখ করেছিলেন যে গানটি সংখ্যালঘুদের ‘রাগাতে পারে’। বিজেপির অভিযোগ, সেটিই ছিল একটি “ঐতিহাসিক অপরাধ”, যা এই গানের জাতীয় গুরুত্বকে ক্ষুণ্ণ করেছে।

আরও পড়ুন: CAA আবেদনের রসিদকেও SIR-এ মান্যতা দেওয়া হোক, হাইকোর্টে জমা পড়ল আবেদন
অন্যদিকে, মোদীর নেতৃত্বে এবার এই গানকেই নতুনভাবে তুলে ধরার উদ্যোগ নিয়েছে কেন্দ্র। সরকারের দাবি, এই উদ্যোগের মাধ্যমে ‘বন্দে মাতরম’ (Vande Mataram)-এর সাংস্কৃতিক ও ঐতিহাসিক গুরুত্ব আগামী প্রজন্মের কাছে আরও স্পষ্ট হবে। আগামী এক বছর ধরে দেশজুড়ে চলবে বিভিন্ন সাংস্কৃতিক কর্মসূচি, প্রদর্শনী ও সঙ্গীতানুষ্ঠান, যার মূল সুর হবে একটাই—“বন্দে মাতরম: একতার, আত্মপরিচয়ের এবং অমর ভারতের প্রতীক।”












