কন্যা সন্তানদের জন্য বড় সিদ্ধান্ত নিল মোদি সরকার, জেনে নিন বিশদে

বাংলাহান্ট ডেস্কঃ আরো একটি বড় সিদ্ধান্ত নিল নরেন্দ্র মোদির (narendra modi) সরকার। সুকন্যা সমৃদ্ধি যোজনায় (sukanya samriddhi yojana) নাম নথি ভুক্ত করাএ ক্ষেত্রে বয়স সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার।

images 2020 07 08T164048.851

মোদি সরকারের নতুন নির্দেশিকায় জানানো হয়েছে যে সব কন্যা সন্তানরা ২৫ শে মার্চ থেকে ৩০ জুনের মধ্যে ১০ বছর সম্পূর্ণ করেছে তারা ৩১ জুলাই পর্যন্ত নিজেদের একাউন্ট খুলতে পারবে।

 

করোনা পরিস্থিতিতে ২৪ মার্চ থেকে দেশ জুড়ে লকডাউনের ঘোষনা করেছিল মোদি সরকার। এই সময়ে যারা ১০ বছর সম্পুর্ন করেছে তাদের জন্য এই সিদ্ধান্ত নিয়েছে মোদি সরকার। পূর্ববর্তী নিয়ম অনুযায়ী, শুধুমাত্র 10 বছর বয়স পর্যন্ত এই যোজনার অধীনে অ্যাকাউন্ট খুলতে অনুমতি দেওয়া হয়েছিল।

images 2020 07 08T164140.430

বর্তমানে, এই যোজনায় সুদ প্রতি বছর 7.6 শতাংশ। এই প্রকল্পে, সুদের হার অ্যাকাউন্ট খোলার সময় থেকে শেষ পর্যন্ত একই থাকে। 160 মিলিয়ন মার্কিন ডলারেরও বেশি সুকন্যা সমৃদ্ধি যোজনায় টাকা বিনিয়োগ করা হয়েছে এখনো পর্যন্ত।

সব চেয়ে কম ২৫০ টাকা থেকে সব চেয়ে বেশি দেড় লক্ষ টাকা পর্যন্ত এই যোজনায় এক জন পিতা নিজের কন্যার জন্য বিনিয়োগ করতে পারেন। সর্বাধিক ২ টি কন্যা সন্তানের নামে একাউন্ট খুলতে পারবেন।


সম্পর্কিত খবর