বিজেপির উপর ভরসা করে রয়েছে দেশবাসী, আরাম করলে চলবে না! বার্তা প্রধানমন্ত্রীর

বাংলা হান্ট ডেস্কঃ বিজেপি দলের বিরুদ্ধে দেশবাসীর মধ্যে একাধিক অভিযোগ থাকলেও প্রধানমন্ত্রী মোদির ওপর তাদের যে এখনো ভরসা রয়েছে, তা বলা বাহুল্য। দেশবাসীর সেই বিশ্বাসের মর্যাদা যে তার দল দেবে, সেই প্রসঙ্গেই এদিন মত প্রকাশ করলেন মোদি।

রাজস্থানের জয়পুরে বিজেপি দলের চিন্তন শিবিরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এদিন যোগ দেন প্রধানমন্ত্রী। সেখানে বিজেপি কর্মীদের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় তিনি বলেন, “বিগত কয়েক বছরে সারা বিশ্বে ভারতের জন্য একটি ‘বিশেষ অনুভূতির’ সৃষ্টি হয়েছে আর এটি আমাদের দেশের জন্য খুব মঙ্গলময় জিনিস। দেশের মানুষ আমাদেরকে গভীর ভাবে বিশ্বাস করে এবং তাদের বিশ্বাসের মর্যাদা আমাদের দিতে হবে।

ভিডিও কনফারেন্সের সময় এদিন তিনি বলেন, “দেশের মানুষের আমাদের প্রতি অনেক আশা ভরসা রয়েছে। তাই আমাদের দায়িত্ব অনেক।” সম্প্রতি দেশের 75 তম স্বাধীনতা দিবস আসতে চলেছে; ফলে আর 25 বছর পরেই 100 বছর পূর্ণ হবে স্বাধীনতার। সেই দরুণ এদিন মোদি বলেন, “অমৃত কাল উপলক্ষ্যে দেশের জন্য আমাদের অনেক লক্ষ্য রয়েছে এবং তার জন্য অবিরাম কাজ করে যেতে হবে।” এছাড়াও তিনি বলেন, “সারা বিশ্বে আমাদের দেশের প্রতি একটি বিশেষ অনুভূতি সৃষ্টি হয়েছে। তারা অনেক প্রত্যাশা নিয়ে এখন আমাদের দিকে তাকিয়ে থাকে; সেই অনুভূতি আমাদেরকে ধরে রাখতে হবে, সঙ্গে দেশের উন্নতি সাধন করা হবে আমাদের লক্ষ্য।”

এছাড়াও বিজেপির শাসনকাল সম্পর্কে মন্তব্য করে মোদি বলেন, “2014 সালে আমরা ক্ষমতায় আসার আগে দেশবাসীর মধ্যে একটা হতাশার পরিবেশ বিরাজ করতো। সরকারের প্রতি তারা ভরসা করতে পারত না; কিন্তু এরপর থেকে আমাদের ওপর ভরসা করতে শুরু করেছে মানুষ। আমরা মানুষকে বিশ্বাস দিতে পেরেছি; মানুষ এখন বুঝতে শুরু করেছে যে, আমাদের সরকার তাদের আশা এবং প্রত্যাশা পূরণ করবে।”

narendra modi 7

নিজেদের লক্ষ্যমাত্রা স্থির করা প্রসঙ্গে বিজেপি কর্মীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, “আজ দেশের 18 টি রাজ্যে আমাদের সরকার রয়েছে এবং 400 জনেরও বেশি এমপি আমাদের। কিন্তু তাও আমি বলব, আমাদের শান্তিতে বসে থাকলে চলবে না। অনেকেই ভাবতে পারে যে, আমরা বসে বসে ক্ষমতা ভোগ করব, আরাম করব! কিন্তু সেই রাস্তা আমাদের জন্য নয়, আমাদের কাজ হল মানুষের সেবা করা।”

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর