বাংলা হান্ট ডেস্ক ঃ এবারের লোকসভায় দ্বিতীয়বারের মতো শক্তিশালী হয় ক্ষমতায় এসেছেন মোদি সরকার। ক্ষমতায় আসার পর থেকেই দেশবাসীকে একের পর এক চমক দিয়েই চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
চলতি মাসেই কাশ্মীরকে ভারতের রাজ্য হিসেবে ঘোষণা করে ভারতকে সবচেয়ে বড় উপহার দেন মোদী। প্রসঙ্গত, কাশ্মীরে ৩৭০ নম্বর ধারা খারিজের পর আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্ত্রীসভার এই নিয়ে বৈঠক করা হবে। ধারণা করা হচ্ছে, ফের কাশ্মীর নিয়ে কোন নয়া সিদ্ধান্ত জানাতে পারেন প্রধানমন্ত্রী।
দীর্ঘদিন বন্ধ থাকার পর থেকে আজ থেকে ছন্দে ফিরছে ভূস্বর্গ। স্কুল, কলেজ, অফিস, দোকানপাট সব খুলছে। স্বাভাবিক হয়ে গিয়েছে ইন্টারনেট পরিষেবাও। তবুও নিরাপত্তার জন্য কিছু কিছু জায়গায় এখনো জারি রয়েছে ১৪৪ নম্বর ধারা। কাশ্মীর ইস্যু নিয়ে করা নানা জনস্বার্থ মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টে।